শিরোনাম :
Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনে ১১ সদস্যের কমিটি Logo দিনাজপুরের বীরগঞ্জ শহীদ মিনার চত্বরে ২৭ই আগস্ট বুধবার দুপুর ১২ টায় পশ্চিম ভোগডোমায় খেলার মাঠ রক্ষায় মানববন্ধন করেন স্থানীয় জনগণ Logo উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ Logo Logo আওয়ামী ফ্যাসিস্ট দোষরদের শান্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা Logo সাতক্ষীরায় নিখোঁজের ৪ দিন পর রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo সাজিদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা Logo চাঁদপুর সদর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা Logo শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার Logo হিটের প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

রাষ্ট্রপতির ‘কার্যকর পদক্ষেপে’র আশায় বিএনপি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১৭:১৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি একটি ‘কার্যকর পদক্ষেপ’ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় একটি নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের প্রত্যাশার কথা জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন। এর আগে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পুস্পস্তাবক অর্পণ করেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বরাবরই ইতিবাচক রাজনীতি করি এবং এই ইতিবাচক রাজনীতির মধ্যে দিয়েই নির্বাচন কমিশন গঠন করার জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়া একটি সুন্দর প্রস্তাবনা দিয়েছেন। সেই প্রস্তাবনার ভিত্তিতে রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, কথা বলেছেন।’

‘এখন আমরা আশা করব, রাষ্ট্রপতি সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন, যা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য যোগ্য হবে,’ বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র কখনো ফলপ্রসূ ও কার্যকরী হবে না, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা না থাকে। কারণ একটি সহনশীল সমঝোতার মধ্যে দিয়েই গণতন্ত্র বিকশিত হয়। সেটা রাষ্ট্রপতিও বলেছেন, সেজন্য তাকে (রাষ্ট্রপতি) ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা আশা করব, রাষ্ট্রপতি ইসি গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।’

নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন না হলে জনগণ তা গ্রহণ করবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।

দেশে এখন একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘মানুষের অধিকারগুলো হরণ করা হচ্ছে। গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তারই বিরুদ্ধে আজকে গোটা বাংলাদেশের মানুষ লড়াই-সংগ্রাম করছে।’

জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা অভিহিত করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজ তার ৮১তম জন্মবাষির্কী। মহান এই নেতা সমগ্র জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা দিয়েছিলেন এবং পরবর্তীকালে দেশের প্রতিটি ক্রান্তিলগে যিনি নেতৃত্ব দিয়ে অন্ধকার থেকে দেশকে আলোতে নিয়ে এসেছিলেন।’

দলের প্রতিষ্ঠাতার জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে নেতা-কর্মীরা শপথ নিতে এসেছেন জানিয়ে তিনি বলেন, ‘জিয়াউর রহমানের যে আর্দশ, যে রাজনৈতিক দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব অর্জনে ভূমিকা রেখেছিল সেই আদর্শ-দর্শনে বর্তমানে বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা চলছে, পদে পদে মানবতা লঙ্ঘিত হচ্ছে, তার বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবে বিএনপি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনে ১১ সদস্যের কমিটি

রাষ্ট্রপতির ‘কার্যকর পদক্ষেপে’র আশায় বিএনপি !

আপডেট সময় : ০৫:১৭:১৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি একটি ‘কার্যকর পদক্ষেপ’ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় একটি নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের প্রত্যাশার কথা জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন। এর আগে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পুস্পস্তাবক অর্পণ করেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বরাবরই ইতিবাচক রাজনীতি করি এবং এই ইতিবাচক রাজনীতির মধ্যে দিয়েই নির্বাচন কমিশন গঠন করার জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়া একটি সুন্দর প্রস্তাবনা দিয়েছেন। সেই প্রস্তাবনার ভিত্তিতে রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, কথা বলেছেন।’

‘এখন আমরা আশা করব, রাষ্ট্রপতি সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন, যা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য যোগ্য হবে,’ বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র কখনো ফলপ্রসূ ও কার্যকরী হবে না, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা না থাকে। কারণ একটি সহনশীল সমঝোতার মধ্যে দিয়েই গণতন্ত্র বিকশিত হয়। সেটা রাষ্ট্রপতিও বলেছেন, সেজন্য তাকে (রাষ্ট্রপতি) ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা আশা করব, রাষ্ট্রপতি ইসি গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।’

নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন না হলে জনগণ তা গ্রহণ করবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।

দেশে এখন একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘মানুষের অধিকারগুলো হরণ করা হচ্ছে। গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তারই বিরুদ্ধে আজকে গোটা বাংলাদেশের মানুষ লড়াই-সংগ্রাম করছে।’

জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা অভিহিত করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজ তার ৮১তম জন্মবাষির্কী। মহান এই নেতা সমগ্র জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা দিয়েছিলেন এবং পরবর্তীকালে দেশের প্রতিটি ক্রান্তিলগে যিনি নেতৃত্ব দিয়ে অন্ধকার থেকে দেশকে আলোতে নিয়ে এসেছিলেন।’

দলের প্রতিষ্ঠাতার জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে নেতা-কর্মীরা শপথ নিতে এসেছেন জানিয়ে তিনি বলেন, ‘জিয়াউর রহমানের যে আর্দশ, যে রাজনৈতিক দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব অর্জনে ভূমিকা রেখেছিল সেই আদর্শ-দর্শনে বর্তমানে বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা চলছে, পদে পদে মানবতা লঙ্ঘিত হচ্ছে, তার বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবে বিএনপি।