জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জে দাদী-নাতি এক সাথে ছাদ থেকে পড়ে নাতি শিশু ইয়াদ (১৩ মাস) নিহত হয়েছে। মারাত্বক আহত হয়েছেন দাদি মনোয়ারা বেগম (৫০)। নিহত ইয়াদ ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের ভাইপো রিংকু বিশ্বাসের ছেলে। শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানাগেছে, শুক্রবার দুপুরে শিশু ইয়াদ তার দাদির সাথে ঘরের বারান্দায় ঘুরে বেড়াচ্ছিল। বারান্দার গ্রীলের দরজায় হেলান দিলে দু,জনে একসাথে পড়ে যায়। এ সময় তারা দু,জনে পড়ে মারাতœক আহত হয়। তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতাল, পরে যশোর সদর হাসপাতালে নেওয়ার পরে ইয়াদ মারা যায়। দাদি মনোয়ারা বেগম যশোর হাসপাাতালে চিকিৎসাধীন রয়েছেন। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার
২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ