নিউজ ডেস্ক:
আফগানিস্তানের ফারাহ ও কুন্দুজ এলাকায় রবিবার পৃথক দুই ঘটনায় ছয় পুলিশসহ ২১ জন তালেবান জঙ্গি নিহত হয়েছে।
জানা যায়, ফারাহ প্রদেশের তিনটি চেকপোস্টে হামলায় নিহত হয় কমপক্ষে ৬ পুলিশ সদস্য।
এ ব্যাপারে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র নাসের মেহরি বলেন, এ ঘটনায় পাল্টা আক্রমণে আট তালেবান জঙ্গি নিহত এবং আহত হয় আরও পাঁচ জন। এদিকে তালেবান জঙ্গিগোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।
অন্যদিকে, কুন্দুজে হামলার আগেই বোমা বিস্ফোরিত হওয়ায় নিহত হয় ৭ জঙ্গি সদস্য। আফগান সামরিক বাহিনীর চলাচলের পথে বোমা পুঁততে গেলে বোমা বিস্ফোরিত হয়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।