বিপ্লব নাথ (চট্টগ্রাম) : সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ সাগর (১৮) নামের এক যুবক নিহত হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশের (জিআরপি থানা) ওসি শহিদুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামগামী ট্রেনে করে আসার সময় সাগর ট্রেনের ছাদ থেকে পড়ে যায়। ফৌজদারহাট রেলস্টেশন থেকে ২ কিলোমিটার উত্তরে রেল লাইনের পাশ থেকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
পরে চিকিৎসাধীনবস্থায় রাত ২ টার দিকে সে মারা যায়। নিহত সাগর কুমিল্ল জেলার চান্দিনা উপজেলার বাগোয়া গ্রামের মো. কবিরের ছেলে।