যুক্তরাজ্যের ১২ শতাংশ তরুণ বাস্তবে কখনো গরু দেখেনি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪৫:৩১ অপরাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আমাদের দেশে গরু হরহামেশা চোখে পড়লেও যুক্তরাজ্যের ১২ শতাংশ তরুণ বাস্তবে কখনো গরু দেখেনি। সম্প্রতি প্রিন্স কান্ট্রিসাইড ফান্ড নামে এক সংস্থার জরিপে এমন তথ্যই উঠে এসেছে।

প্রতিবেদনে অনুযায়ী, ১৮ থেকে ২৪ বছরের তরুণদের ৪০ শতাংশই মৌসুমের সাধারণ ফল ও সবজির নাম জানে না। তরুণদের মধ্যে প্রতি পাঁচজনে একজন জানিয়েছে, তারা কখনোই শহর ছেড়ে গ্রামে যায়নি।

অনেকটা হতাশার কন্ঠেই প্রিন্স কান্ট্রিসাইড ফান্ডের চেয়ারম্যান লর্ড কারি বলেছেন, ‘আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের সৌন্দর্য্য ও বৈচিত্রতার কারণে জাতি হিসেবে আমরা সবসময় গর্ব করতাম। তবে গবেষণায় দেখা যাচ্ছে, তরুণদের অনেকেই জানে না এসব জেলায় কী আছে এবং কীভাবে তাদের খাদ্য উৎপাদন হয়। ’

এদিকে জরিপে অংশ নেওয়া ২ হাজার তরুণের অর্ধেকেরও বেশি (৫১ শতাংশ) জানিয়েছে, তারা এক বছরেরও বেশি সময়ের মধ্যে কোনো গাছে চড়েনি। আর প্রতি ৪২ শতাংশ তরুণ বলেছে, দেশের বিভিন্ন জেলা সম্পর্কে তাদের জ্ঞান বাজে কিংবা বেশ বাজে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যের ১২ শতাংশ তরুণ বাস্তবে কখনো গরু দেখেনি !

আপডেট সময় : ০৫:৪৫:৩১ অপরাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

আমাদের দেশে গরু হরহামেশা চোখে পড়লেও যুক্তরাজ্যের ১২ শতাংশ তরুণ বাস্তবে কখনো গরু দেখেনি। সম্প্রতি প্রিন্স কান্ট্রিসাইড ফান্ড নামে এক সংস্থার জরিপে এমন তথ্যই উঠে এসেছে।

প্রতিবেদনে অনুযায়ী, ১৮ থেকে ২৪ বছরের তরুণদের ৪০ শতাংশই মৌসুমের সাধারণ ফল ও সবজির নাম জানে না। তরুণদের মধ্যে প্রতি পাঁচজনে একজন জানিয়েছে, তারা কখনোই শহর ছেড়ে গ্রামে যায়নি।

অনেকটা হতাশার কন্ঠেই প্রিন্স কান্ট্রিসাইড ফান্ডের চেয়ারম্যান লর্ড কারি বলেছেন, ‘আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের সৌন্দর্য্য ও বৈচিত্রতার কারণে জাতি হিসেবে আমরা সবসময় গর্ব করতাম। তবে গবেষণায় দেখা যাচ্ছে, তরুণদের অনেকেই জানে না এসব জেলায় কী আছে এবং কীভাবে তাদের খাদ্য উৎপাদন হয়। ’

এদিকে জরিপে অংশ নেওয়া ২ হাজার তরুণের অর্ধেকেরও বেশি (৫১ শতাংশ) জানিয়েছে, তারা এক বছরেরও বেশি সময়ের মধ্যে কোনো গাছে চড়েনি। আর প্রতি ৪২ শতাংশ তরুণ বলেছে, দেশের বিভিন্ন জেলা সম্পর্কে তাদের জ্ঞান বাজে কিংবা বেশ বাজে।