অফিসেও গাইতে হবে জাতীয় সঙ্গীত !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৩:৫৫ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সরকারি, বেসরকারি স্কুল কলেজে তো বটেই, পাশাপাশি সব অফিস, কারখানাতেও জাতীয় সঙ্গীত ‘বন্দেমাতরম্’ গাওয়া বাধ্যতামূলক করল মাদ্রাজ হাইকোর্ট। তামিলনাডুবাসীর হাইকোর্টের বিচারপতি এম ভি মুরলীধরণ এই নির্দেশ দিয়েছেন।

তিনি বলেছেন, স্কুলে সপ্তাহে অন্তত দু’বার বাধ্যতামূলক ভাবে ‘বন্দেমাতরম্’ গাইতে হবে। সোমবার ও শুক্রবারে গাইতে হবে বলে সরকারি ও বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে আদালত। তবে অফিস বা কারখানায় অবশ্য সপ্তাহে নয়, মাসে অন্তত একবার গাইতে হবে ‘বন্দেমাতরম্’।

এখানেই না থেমে বিচারপতি আরও বলেছেন, যদি বাংলা ও সংস্কৃত ভাষা মেশানো এই গান গাইতে রাজ্যবাসীর অসুবিধা হয় তবে ‘বন্দেমাতরম্’-এর তামিল অনুবাদ করা যায় কি না তা ভাবতে হবে। কোনো ব্যক্তি বা সংগঠন যদি একান্তই ‘বন্দেমাতরম্’ গাওয়ার অসুবিধার কথা জানায় তবে জোর করা যাবে না। যদিও সেক্ষেত্রে গান না গাওয়ার কারণ জানাতে হবে।

সূত্র: এবেলা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অফিসেও গাইতে হবে জাতীয় সঙ্গীত !

আপডেট সময় : ০২:২৩:৫৫ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

সরকারি, বেসরকারি স্কুল কলেজে তো বটেই, পাশাপাশি সব অফিস, কারখানাতেও জাতীয় সঙ্গীত ‘বন্দেমাতরম্’ গাওয়া বাধ্যতামূলক করল মাদ্রাজ হাইকোর্ট। তামিলনাডুবাসীর হাইকোর্টের বিচারপতি এম ভি মুরলীধরণ এই নির্দেশ দিয়েছেন।

তিনি বলেছেন, স্কুলে সপ্তাহে অন্তত দু’বার বাধ্যতামূলক ভাবে ‘বন্দেমাতরম্’ গাইতে হবে। সোমবার ও শুক্রবারে গাইতে হবে বলে সরকারি ও বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে আদালত। তবে অফিস বা কারখানায় অবশ্য সপ্তাহে নয়, মাসে অন্তত একবার গাইতে হবে ‘বন্দেমাতরম্’।

এখানেই না থেমে বিচারপতি আরও বলেছেন, যদি বাংলা ও সংস্কৃত ভাষা মেশানো এই গান গাইতে রাজ্যবাসীর অসুবিধা হয় তবে ‘বন্দেমাতরম্’-এর তামিল অনুবাদ করা যায় কি না তা ভাবতে হবে। কোনো ব্যক্তি বা সংগঠন যদি একান্তই ‘বন্দেমাতরম্’ গাওয়ার অসুবিধার কথা জানায় তবে জোর করা যাবে না। যদিও সেক্ষেত্রে গান না গাওয়ার কারণ জানাতে হবে।

সূত্র: এবেলা