বুধবার | ২১ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতার Logo ভেঙ্গে পরেছে পলাশবাড়ী উপজেলার প্রশাসনিক ব্যবস্থা! কর্মস্থলে নেই কর্মকর্তারা!জন সেবায় চরম ভোগান্তি Logo চাঁদপুরে মহাসড়ক দখল করে বেপরোয়া অবৈধ বালু ব্যবসা: বিপর্যস্ত জনজীবন Logo হিন্দু-মুসলিম-খ্রিষ্টান এক কাতারে—৫ নং ওয়ার্ডে ৮ দফা ও ফ্যামিলি কার্ড আলোচনা Logo চাঁদপুরে ভোক্তা অধিকার ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২০ হাজার টাকা জরিমানা Logo খুবিতে নাগরিক সচেতনতা ও তথ্য যাচাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে পিতার দায়েরকৃত মামলায় কুলাঙ্গার সন্তান গ্রেফতার Logo গণভোট ২০২৬ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরে অবহিতকরণ সভা Logo শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা  Logo মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

২৫ বার পুলিশকে ভুয়া ফোন দুই খুদের, অতঃপর…

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৯:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ছুটিতে বাড়িতে বসে ভীষণ একঘেয়ে লাগছিল। কী করবে বুঝেই উঠতে পারছিল না ওরা। মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। পুলিশকে ফোন করলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। পুলিশকে ২৫ বার ভুয়া ফোন করে ফেলল দুই ভাই। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফুলশিয়ারে এমনই এক ঘটনা ঘটেছে।

তবে তাদের এমনতরো মজা করাটা যে ঠিক হয়নি, তা বুঝতেও পেরেছে এই দুই ভাই। ভুয়া ফোন করার পর দুই ভাই ক্ষমা চেয়ে পুলিশকে চিঠিও লেখে। চিঠিতে দুই ভাই জানিয়েছে, তারা তাদের ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। এবং তাদের যেন কোনও ভাবেই জেলে পাঠানো না হয়।

গোটা ঘটনাটি সম্পর্কে কিছুই জানতেন না তাদের মা। বিষয়টি যখন জানতে পারেন তখন তার দুই ছেলেকে দিয়ে পুলিশের উদ্দেশে একটি চিঠি লেখান তিনি। এবং সেই চিঠিটি ফুলশিয়ার পুলিশের কাছেও দিয়ে আসেন। চিঠিটি পড়ে ফুলশিয়ার পুলিশ একটুও বিব্রত হয়নি। বরং খুব মজা লেগেছে তাদের। চিঠিটি তৎক্ষণাৎ ফেইসবুকে পোস্ট করেন তাঁরা।

গত ৮ জুলাই ফুলশিয়ার পুলিশ বিভাগের ফেইসবুকে দুই ভাইয়ের হাতে লেখা চিঠিটি পোস্ট করা হয়। সঙ্গে জানানো হয়, স্কুলপড়ুয়া দুই ভাই তাদের মায়ের সঙ্গে থানায় এসেছিল। দুই ভাইয়ের ছোট ছোট হাত দিয়ে লেখা ক্ষমাপ্রার্থনা অবশ্য স্বীকার করেছে পুলিশ। ফুলশিয়ার পুলিশ বিভাগের তরফে ফেইসবুকে জানানো হয়েছে, ‘‌আমরা সকলে ভুল করি, ভুল করতে করতেই আমরা সঠিক বিষয়টা শিখতে পারি। ’‌

পুলিশের কাছে চাওয়া দুই ভাইয়ের আন্তরিক এই ক্ষমা সোশ্যাল নেটওয়ার্কে সকলের মন জয় করেছে। ‘‌আমরা ভেবেছিলাম এটা খুব মজার ব্যাপার হবে। পুলিশকে ফোন করে ভুল বাড়িতে পাঠিয়ে দেব এবং পুলিশ ভাববে ফোনটা তারাই করেছে। এটা করার একটাই কারণ ছিল, তখন আমার ঘুমোতে একটুও ইচ্ছা করছিল না। ’‌-এমনটাই চিঠিতে লিখেছিল এক জন।

আরেকচজন লেখে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি জেলে না যাওয়ার জন্য সব কিছু করব। আমি কথা দিচ্ছি এ ধরনের কাজ আর করব না। আমি জেলে নয়, বাড়িতে থাকতে চাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতার

২৫ বার পুলিশকে ভুয়া ফোন দুই খুদের, অতঃপর…

আপডেট সময় : ১২:২৯:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

ছুটিতে বাড়িতে বসে ভীষণ একঘেয়ে লাগছিল। কী করবে বুঝেই উঠতে পারছিল না ওরা। মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। পুলিশকে ফোন করলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। পুলিশকে ২৫ বার ভুয়া ফোন করে ফেলল দুই ভাই। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফুলশিয়ারে এমনই এক ঘটনা ঘটেছে।

তবে তাদের এমনতরো মজা করাটা যে ঠিক হয়নি, তা বুঝতেও পেরেছে এই দুই ভাই। ভুয়া ফোন করার পর দুই ভাই ক্ষমা চেয়ে পুলিশকে চিঠিও লেখে। চিঠিতে দুই ভাই জানিয়েছে, তারা তাদের ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। এবং তাদের যেন কোনও ভাবেই জেলে পাঠানো না হয়।

গোটা ঘটনাটি সম্পর্কে কিছুই জানতেন না তাদের মা। বিষয়টি যখন জানতে পারেন তখন তার দুই ছেলেকে দিয়ে পুলিশের উদ্দেশে একটি চিঠি লেখান তিনি। এবং সেই চিঠিটি ফুলশিয়ার পুলিশের কাছেও দিয়ে আসেন। চিঠিটি পড়ে ফুলশিয়ার পুলিশ একটুও বিব্রত হয়নি। বরং খুব মজা লেগেছে তাদের। চিঠিটি তৎক্ষণাৎ ফেইসবুকে পোস্ট করেন তাঁরা।

গত ৮ জুলাই ফুলশিয়ার পুলিশ বিভাগের ফেইসবুকে দুই ভাইয়ের হাতে লেখা চিঠিটি পোস্ট করা হয়। সঙ্গে জানানো হয়, স্কুলপড়ুয়া দুই ভাই তাদের মায়ের সঙ্গে থানায় এসেছিল। দুই ভাইয়ের ছোট ছোট হাত দিয়ে লেখা ক্ষমাপ্রার্থনা অবশ্য স্বীকার করেছে পুলিশ। ফুলশিয়ার পুলিশ বিভাগের তরফে ফেইসবুকে জানানো হয়েছে, ‘‌আমরা সকলে ভুল করি, ভুল করতে করতেই আমরা সঠিক বিষয়টা শিখতে পারি। ’‌

পুলিশের কাছে চাওয়া দুই ভাইয়ের আন্তরিক এই ক্ষমা সোশ্যাল নেটওয়ার্কে সকলের মন জয় করেছে। ‘‌আমরা ভেবেছিলাম এটা খুব মজার ব্যাপার হবে। পুলিশকে ফোন করে ভুল বাড়িতে পাঠিয়ে দেব এবং পুলিশ ভাববে ফোনটা তারাই করেছে। এটা করার একটাই কারণ ছিল, তখন আমার ঘুমোতে একটুও ইচ্ছা করছিল না। ’‌-এমনটাই চিঠিতে লিখেছিল এক জন।

আরেকচজন লেখে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি জেলে না যাওয়ার জন্য সব কিছু করব। আমি কথা দিচ্ছি এ ধরনের কাজ আর করব না। আমি জেলে নয়, বাড়িতে থাকতে চাই।