সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাড. শাহজাহান মিয়া Logo ইসলামী আন্দোলন বাংলাদেশ, মতলব উত্তর উপজেলা শাখার শপথ অনুষ্ঠান Logo আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা Logo পলাশবাড়ী চৌমাথায় সৌন্দর্যহীন ফাঁকা জায়গা, নান্দনিক উন্নয়নের দাবি স্থানীয়দের Logo ইবি’র চলমান প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব Logo ভৈরব খননের শত কোটি টাকা জলে; বাধা ওয়াসার পাইপ Logo স্বাস্থ্যকমপ্লেক্সে পুরানো সিন্ডিকেট: নেপথ্যে স্বাচিপ Logo চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ নির্বাচিত Logo বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে ওসমান হাদির গ্রাফিতি  Logo পলাশবাড়ীতে দলিল লেখকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি : গ্রেফতারকৃত ৭ জন রিমান্ডে!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২০:৩২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
  • ৮৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত ৭ জনকে ৭ দিনের রিমান্ডে ও ২ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজমের পরিদর্শক মাহবুবুল আলম গ্রেফতারকৃত ৭ জনকে ঢাকার সি.এম.এম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। আসামি পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের জন্য আবেদন করেন। ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী উভয় পক্ষের বক্তব্য শুনে ৭ জনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন ও জামিনের আবেদন নাকচ করেন।

এদিন সকালে আসামি বাংলাদেশ বিমানের জুনিয়র ট্যাকনেশিয়ান সিদ্দিকুর রহমান ও ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিমান্ড দেওয়া ৭ জন হলেন, বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এসএ সিদ্দিক ও প্রধান প্রকৌশলী (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, সামিউল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা তুর্কমেনিস্তানের আশখাবাদে জরুরি অবতরণ করে। সেখানে ত্রুটি সারিয়ে চার ঘণ্টা পর বুদাপেস্টের উদ্দেশে যায় বিমান। ওই উড়োজাহাজের ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে হওয়ার পেছনে নাশকতা ছিল কি-না, তা খতিয়ে দেখতে ২৮ নভেম্বর পাঁচ সদস্যের কমিটি করে বিমান মন্ত্রণালয়। ঘটনা তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আরও দুটি তদন্ত কমিটি গঠন করে। এই দুই কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন দিয়েছে। এ ঘটনায় বাংলাদেশ বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়েল ম্যানেজমেন্ট) উইং কমান্ডার (অব.) এমএম আসাদুজ্জামান বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাড. শাহজাহান মিয়া

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি : গ্রেফতারকৃত ৭ জন রিমান্ডে!

আপডেট সময় : ১১:২০:৩২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত ৭ জনকে ৭ দিনের রিমান্ডে ও ২ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজমের পরিদর্শক মাহবুবুল আলম গ্রেফতারকৃত ৭ জনকে ঢাকার সি.এম.এম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। আসামি পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের জন্য আবেদন করেন। ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী উভয় পক্ষের বক্তব্য শুনে ৭ জনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন ও জামিনের আবেদন নাকচ করেন।

এদিন সকালে আসামি বাংলাদেশ বিমানের জুনিয়র ট্যাকনেশিয়ান সিদ্দিকুর রহমান ও ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিমান্ড দেওয়া ৭ জন হলেন, বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এসএ সিদ্দিক ও প্রধান প্রকৌশলী (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, সামিউল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা তুর্কমেনিস্তানের আশখাবাদে জরুরি অবতরণ করে। সেখানে ত্রুটি সারিয়ে চার ঘণ্টা পর বুদাপেস্টের উদ্দেশে যায় বিমান। ওই উড়োজাহাজের ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে হওয়ার পেছনে নাশকতা ছিল কি-না, তা খতিয়ে দেখতে ২৮ নভেম্বর পাঁচ সদস্যের কমিটি করে বিমান মন্ত্রণালয়। ঘটনা তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আরও দুটি তদন্ত কমিটি গঠন করে। এই দুই কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন দিয়েছে। এ ঘটনায় বাংলাদেশ বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়েল ম্যানেজমেন্ট) উইং কমান্ডার (অব.) এমএম আসাদুজ্জামান বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।