নিউজ ডেস্ক:
আত্মহত্যা করা পাপ। কিন্তু একটি বিশেষ প্রজাতির গাছ ছুঁলে আপনি নাকি বাধ্য হবেন এই পাপ করতে। গুল্ম প্রজাতির এই গাছটির নাম ড্রেনড্রকনাইট মরডেইস। এটি প্রধানত অস্ট্রেলিয়ায় দেখা যায়। গেম্পি গেম্পি, দ্য সুইসাইড প্লান্ট এবং মুনলাইটার নামেও পরিচিত এই গাছটি।
মূলত এক ধরনের কাঁটা গাছটিকে আবৃত করে রেখেছে। ওই কাঁটা শরীরে উচ্চ নিউরোটক্সিন নির্গত করে যা এক অসহ্য যন্ত্রণার সৃষ্টি করে। কেউ ভুল করে এই গাছের সংস্পর্শে চলে এলে গাছের সেই কাঁটা বা হুল শরীরে বিঁধে যায়, ফলে শুরু হয় এক ভয়ানক ব্যথা।
ধীরে ধীরে তা এমনই ভয়ঙ্কর আকার ধারণ করে যে মানুষের পক্ষে কোনও কাজ করা অসম্ভব বয়ে ওঠে। আর সেই ব্যথা, যন্ত্রণা থেকে বাঁচতে মানুষ বাধ্য হয় আত্মহত্যার পথ বেছে নিতে।