নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার প্যাট্রিয়ট ডে ফ্রি স্পিচ র্যালি উপলক্ষে ক্যালিফোর্নিয়ার বার্কলে পার্কে ট্রাম্প সমর্থক ও বিরোধীরা পাল্টাপাল্টি সমাবেশের আয়োজন করে। এ সময় উভয়পক্ষ পরষ্পরের দিকে বোতল ও ক্যান ছুড়তে থাকে। পুলিশ তখন দুই দলের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় কয়েকটি গণমাধ্যমে অন্তত ১১ জন আহত হওয়ার কথা বলা হয়েছে।
উভয়পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা বিস্ফোরণ ঘটায়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে কারও আঘাতই গুরুতর নয়। এদিন পার্কে পাঁচশ থেকে এক হাজার মানুষ জড় হয়েছিল। এদিন ট্রাম্প বিরোধীদের বেশিরভাগই কালো পোশাক এবং মুখে মুখোশ পরা ছিল।