নিউজ ডেস্ক:
শৌচাগার নির্মাণ করলেই সিঙ্গাপুরে ঘুরতে যেতে পারবেন। তাও আবার সরকারের খরচে। এমনই প্রস্তাব দিচ্ছে ভারতের মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলা পরিষদ। আগামী ২ অক্টোবরের আগেই ওসমানাবাদের ৭৩৪টি গ্রামেই শৌচাগার তৈরি করে ফেলতে চায় জেলা পরিষদ। সেই প্রকল্পকে বাস্তবায়িত করতেই অভিনব প্রস্তাব রেখেছে তারা।
প্রস্তাবে বলা হয়েছে, এই জেলার টয়লেট তৈরি করা সব বাসিন্দার মধ্যে একটি লটারি হবে। তাতে ৩২ জনকে বিনা খরচায় ঘুরিয়ে আনা হবে সিঙ্গাপুর। জেলা পরিষদ মনে করছে, এর ফলে শুধু স্বাস্থ্য ও সুঅভ্যাসের প্রতি মানুষের আগ্রহ বাড়বে।
লটারির প্রথম পর্যায়ে এলাকার অন্তত ২৫ শতাংশকে খোলা স্থানে শৌচকর্ম থেকে মুক্ত করা হবে। দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ ১৫ আগস্টের মধ্যে অন্তত ৫০ শতাংশ এর আওতায় আসবে। ১৭ সেপ্টেম্বরের মধ্যে ৭৫ শতাংশকে খোলা স্থানে শৌচকর্ম থেকে মুক্ত করা হবে।
২ অক্টোবরের মধ্যে গোটা এলাকেই খোলা স্থানে শৌচকর্ম থেকে মুক্ত করা হবে। প্রতিটি পর্যায়ে লটারিতে বেছে নেওয়া হবে ৮টি করে গ্রামকে।