নিউজ ডেস্ক:
সুইডেনের স্টকহোমে জঙ্গি হামলার ঘটনায় শুক্রবার মধ্যরাতে প্যারিসের আইফেল টাওয়ারের আলো নিভিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর মধ্যে দিয়ে এই সপ্তাহে দ্বিতীয়বার আইফেল টাওয়ারের আলো নিভিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হল।
এর আগে মঙ্গলবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ৫০ জন নিহতর ঘটনায় আইফেল টাওয়ারের আলো নিভিয়ে শ্রদ্ধা জানানো হয়েছিল।
শুক্রবার স্থানীয় সময় সাড়ে ছ’টা নাগাদ স্টকহলমে কুইন স্ট্রিটের ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে পড়ে বেপরোয়া গতির ট্রাক। ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৪ জনের। আহত হয় আরও ১৫ জন।
এদিকে সুইডিশ পুলিশ ঘাতক লরির মধ্য থেকে সন্দেহজনক একটি যন্ত্র উদ্ধার করেছে। যন্ত্রটি চালকের আসনে ছিল। তবে এটা বিস্ফোরক কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রযুক্তিগত তদন্তের মাধ্যমেই বিষয়টি পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে।
পুলিস সূত্রে জানা গেছে, আটক সন্দেহভাজন ব্যক্তি উজবেকিস্তানের। তার বয়স ৩৯ এবং সে কোনও সুরক্ষা পরিষেবা সংস্থার সঙ্গে জড়িত। হাইজ্যাক করা ট্রাকটি সেন্ট্রাল স্টকহোমের একটি ডির্পাটমেন্টাল স্টোরে ঢুকে পড়ে। এই হামলায় ৪ জন নিহত হন এবং ১ শিশু সহ ১০ জন হাসপাতালে ভর্তি হন। যাদের মধ্যে ২ জন হাসপাতালের ইন্টেনসিভ কেয়ারে রয়েছেন।