নিউজ ডেস্ক:
ভূমধ্যবাসাগরে একটি অভিবাসী নৌকা ডুবে ১৪৬ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা এক অভিবাসী কিশোরের (১৬) বরাত দিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বুধবার এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
খবরে বলা হয়, মঙ্গলবার সাগরে ভাসমান একটি জ্বালানি ট্যাংকের ওপর পাওয়া যায় ওই কিশোরকে। এরপর তাকে প্রথমে ইতালির কোস্টগার্ডের কাছে এবং সেখান থেকে একটি স্প্যানিশ ফ্রিগেটে তুলে আনা হয় বলে জানিয়েছেন আইওমের মুখপাত্র ফ্ল্যাভিও ডি জিকোমো। এরপর বুধবার কিশোরকে সিসিলির ল্যাম্পেডুসা দ্বীপে নিয়ে আসা হয়।
কিশোর জানায়, তারা কয়েকদিন আগে লিবিয়ার সাবরাথা এলাকা ছেড়ে এসেছে। রাবারের নৌকাটিতে আফ্রিকার সাহারা অঞ্চলের ১৪৭ জন মানুষ ছিল। এদের মধ্যে পাঁচ শিশু ও কয়েকজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন।





































