জার্মানির জাদুঘর থেকে ১০০ কেজির স্বর্ণমুদ্রা চুরি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৯:০৯ অপরাহ্ণ, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জার্মানির জাদুঘর থেকে ১০০ কেজি ওজনের একটি স্বর্ণমুদ্রা চুরি হয়ে গেছে। সোমবার বার্লিনের বোডে জাদুঘর থেকে স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে বহুমূল্যবান ওই মুদ্রাটি চুরি হয় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। মুদ্রাটির দাম ৪ মিলিয়ন ডলার বা প্রায় ৩২ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

জার্মান গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানায়, চুরি যাওয়া ‘বিগ ম্যাপল লিফ’ নামের বিশাল স্বর্ণমুদ্রাটি বড় একটি ম্যাপল পাতার আদলে তৈরি করা হয়েছিল। কানাডার সরকারি মুদ্রা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়্যাল কানাডিয়ান মিন্ট স্মারক হিসেবে ২০০৭ সালে এটা তৈরি করে। ৫৩ সেমি. পরিধি (২১ ইঞ্চি) ও তিন সেমি. পুরু এই মুদ্রায় রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি অংকিত আছে।

জাদুঘরটি বিশ্বের অন্যতম বৃহত্তম মুদ্রা সংগ্রহশালা। প্রাচীন গ্রিসে ব্যবহৃত এমন এক লাখ দুই হাজার মুদ্রার বিশাল সংগ্রহ এখানে রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জার্মানির জাদুঘর থেকে ১০০ কেজির স্বর্ণমুদ্রা চুরি !

আপডেট সময় : ১২:১৯:০৯ অপরাহ্ণ, বুধবার, ২৯ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

জার্মানির জাদুঘর থেকে ১০০ কেজি ওজনের একটি স্বর্ণমুদ্রা চুরি হয়ে গেছে। সোমবার বার্লিনের বোডে জাদুঘর থেকে স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে বহুমূল্যবান ওই মুদ্রাটি চুরি হয় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। মুদ্রাটির দাম ৪ মিলিয়ন ডলার বা প্রায় ৩২ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

জার্মান গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানায়, চুরি যাওয়া ‘বিগ ম্যাপল লিফ’ নামের বিশাল স্বর্ণমুদ্রাটি বড় একটি ম্যাপল পাতার আদলে তৈরি করা হয়েছিল। কানাডার সরকারি মুদ্রা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়্যাল কানাডিয়ান মিন্ট স্মারক হিসেবে ২০০৭ সালে এটা তৈরি করে। ৫৩ সেমি. পরিধি (২১ ইঞ্চি) ও তিন সেমি. পুরু এই মুদ্রায় রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি অংকিত আছে।

জাদুঘরটি বিশ্বের অন্যতম বৃহত্তম মুদ্রা সংগ্রহশালা। প্রাচীন গ্রিসে ব্যবহৃত এমন এক লাখ দুই হাজার মুদ্রার বিশাল সংগ্রহ এখানে রয়েছে।