জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে নেতা-কর্মীদের ঢল নেমেছে। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিকাল তিনটার পরপর সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
শাহবাগ চত্বরে টিএসসির দিকে মুখ করে মঞ্চ বানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা সমাবেশস্থলে অবস্থান করছেন। এরই মধ্যে আশপাশের সব রাস্তা নেতা-কর্মীদের মিছিলে কানায় কানায় পূর্ণ। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই সারাদেশের নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত হচ্ছেন।
সমাবেশস্থলের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শাহবাগ থেকে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। এসব সড়কে যাতায়াত করা যানবাহনগুলোকে বিকল্প পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালমুখী অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হচ্ছে।
সংগঠনের নেতা কর্মীরা কপালে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ছাত্রদলের নাম ও লোগোযুক্ত ব্যান্ড পড়ে সমাবেশস্থলে আসছেন। ছাত্রদল ও বিএনপির দলীয় পতাকা হাতে শোভা পাচ্ছে। সমাবেশস্থলে ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন নেতা-কর্মীরা।
কুমিল্লা থেকে এসেছেন ছাত্রদল নেতা জহিরুল ইসলাম। গণ-অভ্যুত্থানে আহত হয়েছেন তিনি।ছাত্রদলের এই নেতা বলেন, বাংলাদেশের সকল মানুষকে মুক্ত করতে ও ফ্যাসিবাদের পতনের লড়াইয়ের অংশ হতে পেরেছি। এটি আমাদের গর্ভ।
রাজধানীর রামপুরা থেকে এসেছেন আরমান। তিনি ছাত্রদলের কর্মী। তিনি বলেন, দেশকে স্বৈরাচারমুক্ত করতে রাজপথে লড়াই করতে গিয়ে কারাবরণ করেছি। পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। চব্বিশের ৫ আগস্ট আমরা বিজয় অর্জন করেছি। এ আন্দোলনে আমরা হাজারো ভাইকে হারিয়েছি। অসীম ত্যাগ শিকার করতে হয়েছে। এ বিজয় ধরে রাখতে ঐক্য ও সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত এখন সময়ের দাবি।
আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তৃতা করবেন।
সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। সঞ্চালনা করবেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।