শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

শিশুদের হাতে সবুজ বার্তা: কুষ্টিয়ার বিদ্যালয়ে গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ কর্মসূচি

“যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে”—এই প্রত্যয়ে কুষ্টিয়ার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। আজ (১৭ জুলাই) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় এ কর্মসূচি।

দিনব্যাপী আয়োজনে প্রথমেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গাছপালার উপকারিতা ও পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন গ্রীন ভয়েসের সদস্যরা। পরে অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ডালিম, করমচা, বকুল ফুল, কাঁঠাল, বাদামীলেবু, রাধাচূড়া, নিমগাছ, কদবেলসহ বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। গাছ হাতে পেয়ে শিশুরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। তাদের চোখেমুখে ফুটে ওঠে প্রাকৃতিক বন্ধুত্বের আনন্দ—একটি সবুজ ভবিষ্যতের প্রতি মুগ্ধতা ও ভালোবাসার প্রতিচ্ছবি যেন স্পষ্ট হয়ে ধরা দেয়। সবশেষে বিদ্যালয়ের প্রাঙ্গণে বেশ কয়েকটি গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন, সাধারণ সম্পাদক মিলন রানা মুরাদ এবং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিরুল ইসলামসহ সহকারী শিক্ষকবৃন্দ। এছাড়াও সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিরুল ইসলাম বলেন, “গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজকে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছ উপহার দেওয়ার পাশাপাশি পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়। আমাদের প্রত্যেকের উচিত পরিবেশ সচেতন হওয়া। তোমরা যারা আজকে গ্রীন ভয়েস থেকে এসেছ তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

সংগঠনটির সাধারণ সম্পাদক মিলন রানা বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা শিশুদের মাঝে গাছ লাগানো ও পরিবেশের প্রতি ভালোবাসা গড়ে তোলার চেষ্টা করেছি। একটি গাছ শুধু ছায়া দেয় না, দেয় ভবিষ্যতের আশা। আমরা সবুজ বাংলাদেশের স্বপ্ন নিয়েই কাজ করছি। আমরা বিশ্বাস করি—প্রত্যেকটি গাছ মানে একটি প্রাণ, একটি আশা। একটি ছোট্ট চারা আজ যদি সঠিকভাবে পরিচর্যা পায়, আগামী দিনে সে আমাদের পরিবেশের রক্ষাকবচ হয়ে দাঁড়াবে।”

সভাপতি মো: ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, “আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বনভূমি ধ্বংস আমাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে। এই প্রেক্ষাপটে একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, এটি হলো ভবিষ্যতের জন্য একটি আশা রোপণ করা। তাই আমরা মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন ও গাছ উপহার দিয়ে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করছি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি এখন থেকেই পরিবেশ সচেতন করা যায় তবে আমরা পরিবেশ দূষণ থেকে অনেকটাই রক্ষা পাব। একটি গাছ কেবল একজন মানুষ নয়, একটি সমাজ, একটি জাতি এবং একটি প্রজন্মের উপকারে আসে। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পেরেছি — “সবুজ বাঁচলে, বাঁচবে দেশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

শিশুদের হাতে সবুজ বার্তা: কুষ্টিয়ার বিদ্যালয়ে গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৪:০৭:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

“যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে”—এই প্রত্যয়ে কুষ্টিয়ার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। আজ (১৭ জুলাই) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় এ কর্মসূচি।

দিনব্যাপী আয়োজনে প্রথমেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গাছপালার উপকারিতা ও পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন গ্রীন ভয়েসের সদস্যরা। পরে অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ডালিম, করমচা, বকুল ফুল, কাঁঠাল, বাদামীলেবু, রাধাচূড়া, নিমগাছ, কদবেলসহ বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। গাছ হাতে পেয়ে শিশুরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। তাদের চোখেমুখে ফুটে ওঠে প্রাকৃতিক বন্ধুত্বের আনন্দ—একটি সবুজ ভবিষ্যতের প্রতি মুগ্ধতা ও ভালোবাসার প্রতিচ্ছবি যেন স্পষ্ট হয়ে ধরা দেয়। সবশেষে বিদ্যালয়ের প্রাঙ্গণে বেশ কয়েকটি গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন, সাধারণ সম্পাদক মিলন রানা মুরাদ এবং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিরুল ইসলামসহ সহকারী শিক্ষকবৃন্দ। এছাড়াও সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিরুল ইসলাম বলেন, “গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজকে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছ উপহার দেওয়ার পাশাপাশি পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়। আমাদের প্রত্যেকের উচিত পরিবেশ সচেতন হওয়া। তোমরা যারা আজকে গ্রীন ভয়েস থেকে এসেছ তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

সংগঠনটির সাধারণ সম্পাদক মিলন রানা বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা শিশুদের মাঝে গাছ লাগানো ও পরিবেশের প্রতি ভালোবাসা গড়ে তোলার চেষ্টা করেছি। একটি গাছ শুধু ছায়া দেয় না, দেয় ভবিষ্যতের আশা। আমরা সবুজ বাংলাদেশের স্বপ্ন নিয়েই কাজ করছি। আমরা বিশ্বাস করি—প্রত্যেকটি গাছ মানে একটি প্রাণ, একটি আশা। একটি ছোট্ট চারা আজ যদি সঠিকভাবে পরিচর্যা পায়, আগামী দিনে সে আমাদের পরিবেশের রক্ষাকবচ হয়ে দাঁড়াবে।”

সভাপতি মো: ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, “আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বনভূমি ধ্বংস আমাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে। এই প্রেক্ষাপটে একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, এটি হলো ভবিষ্যতের জন্য একটি আশা রোপণ করা। তাই আমরা মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন ও গাছ উপহার দিয়ে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করছি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি এখন থেকেই পরিবেশ সচেতন করা যায় তবে আমরা পরিবেশ দূষণ থেকে অনেকটাই রক্ষা পাব। একটি গাছ কেবল একজন মানুষ নয়, একটি সমাজ, একটি জাতি এবং একটি প্রজন্মের উপকারে আসে। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পেরেছি — “সবুজ বাঁচলে, বাঁচবে দেশ।