সোমবার | ১ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ Logo চাঁদপুরে যোগদানের প্রথম দিনেই সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় Logo সদরপুরে গার্ডিয়ান এর এরিয়া অফিস উদ্ভোধন অনুষ্ঠানে ১০ লাখ টাকার মৃত্যু দাবী চেক বিতরণ। Logo ৪৫তম বিসিএস-এ ক্যাডার বুটেক্সের ১৩ শিক্ষার্থী Logo হাবিপ্রবিতে মশার উপদ্রবে উদ্বিগ্ন শিক্ষার্থীরা, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের Logo জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল Logo মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন : ডা. জাহিদ Logo কচুয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গণঅধিকার পরিষদ নেতা এনায়েত হাসিব Logo কচুয়ায় ইউএনও হেলাল চৌধুরীর বিদায় সংবর্ধনা Logo জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা সভাপতি রিংকু, সম্পাদক ফরহাদ

এবার গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ২০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহরের দারাজ এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। সোমবার (২৬ মে) সকালে স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে গুরুতরভাবে দগ্ধ মরদেহ দেখা গেলেও, রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব ছবি যাচাই করতে পারেনি। ইসরায়েলি সেনাবাহিনী এখনও এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।

গাজায় চলমান অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। চলতি মে মাসের শুরু থেকে এই অভিযানের গতি আরও বাড়ায় তারা। ইসরায়েলের দাবি, এই অভিযানের লক্ষ্য হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস করা এবং এখনও জিম্মি থাকা ব্যক্তিদের মুক্ত করা।

তবে ইসরায়েলি এই অভিযানে গাজা প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। গাজার গণমাধ্যম দপ্তরের মতে, দেশটির প্রায় ৭৭ শতাংশ এলাকা এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে কখনো স্থল অভিযানের মাধ্যমে, আবার কখনো বিমান হামলা বা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশনার মাধ্যমে।

গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত ৫৩,০০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। প্রায় ২০ লাখ বাসিন্দার মধ্যে অধিকাংশই ইতোমধ্যে গাজা ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে, আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সীমিতভাবে মানবিক সহায়তার প্রবেশে ছাড় দিলেও, দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত সপ্তাহে জানিয়েছেন, ইসরায়েল গাজার পুরো নিয়ন্ত্রণ বজায় রাখবে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ

এবার গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ২০

আপডেট সময় : ১১:৫৩:২০ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ মে ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহরের দারাজ এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। সোমবার (২৬ মে) সকালে স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে গুরুতরভাবে দগ্ধ মরদেহ দেখা গেলেও, রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব ছবি যাচাই করতে পারেনি। ইসরায়েলি সেনাবাহিনী এখনও এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।

গাজায় চলমান অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। চলতি মে মাসের শুরু থেকে এই অভিযানের গতি আরও বাড়ায় তারা। ইসরায়েলের দাবি, এই অভিযানের লক্ষ্য হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস করা এবং এখনও জিম্মি থাকা ব্যক্তিদের মুক্ত করা।

তবে ইসরায়েলি এই অভিযানে গাজা প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। গাজার গণমাধ্যম দপ্তরের মতে, দেশটির প্রায় ৭৭ শতাংশ এলাকা এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে কখনো স্থল অভিযানের মাধ্যমে, আবার কখনো বিমান হামলা বা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশনার মাধ্যমে।

গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত ৫৩,০০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। প্রায় ২০ লাখ বাসিন্দার মধ্যে অধিকাংশই ইতোমধ্যে গাজা ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে, আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সীমিতভাবে মানবিক সহায়তার প্রবেশে ছাড় দিলেও, দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত সপ্তাহে জানিয়েছেন, ইসরায়েল গাজার পুরো নিয়ন্ত্রণ বজায় রাখবে।