শিরোনাম :
Logo আশিকাটি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায় কর্মসূচীর উদ্বোধন Logo মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সকলেই দেশের সম্পদ হবে : আসিফ মাহমুদ Logo অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের আক্রমণে নিহত ১ Logo দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ সিরিজে ডাকেটকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড Logo সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয় : ফয়েজ আহমদ তৈয়্যব Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ Logo সাতক্ষীরায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ঈদে মিলাদুন্নবী পালিত Logo ইবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সুন্দরগঞ্জে স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার Logo চাঁদপুর টেলিভিশনের সাংবাদিকদের সাথে জেলা বিএনপির সভাপতির মতবিনিময়

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে নিহত ৩, আহত বহু

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং আশপাশের শহরগুলোর ওপর রোববার ভোরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কিয়েভে অন্তত ১১ জন আহত হয়েছেন এবং শহরের বাইরে আরও ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

কিয়েভের আঞ্চলিক প্রশাসন জানায়, রাজধানীর কাছের দুটি ছোট শহরে এই হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন।

হামলার বিস্তার ছিল বেশ কয়েকটি অঞ্চলে। উত্তর-পূর্বে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ, দক্ষিণের মাইকোলাইভ এবং পশ্চিমাঞ্চলের টারনোপিল-এও হামলার খবর পাওয়া গেছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর টকাচেঙ্কো জানিয়েছেন, ড্রোন হামলায় রাজধানীতে অন্তত ১১ জন আহত হয়েছেন। শহরের কেন্দ্রস্থলের কাছাকাছি হলোসিভস্কি জেলাতে একটি পাঁচতলা আবাসিক ভবনে ড্রোন হামলায় আগুন ধরে যায়। ভবনের বাইরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

শহরের অন্যান্য অংশে একটি ব্যক্তিগত বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরপর দুই রাত ধরে চলছে এই ধরনের বড় আকারের হামলা। শুক্রবার রাতেও কিয়েভে ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল  হামলা চালিয়েছিল রাশিয়া। সেটিকে বলা হচ্ছে তিন বছরের যুদ্ধে রাজধানীর ওপর অন্যতম বড় যৌথ আকাশ হামলা। সেই হামলায় বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ১৫ জন আহত হন।

খারকিভের মেয়র ইহোর তেরেখোভ বলেন, শহরের তিনটি জেলায় ড্রোন হামলা হয় এবং অন্তত তিনজন আহত হন। বিস্ফোরণে উচ্চ ভবনের জানালার কাচ ভেঙে পড়ে।

মাইকোলাইভে আবাসিক এলাকায় ড্রোন হামলায় দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। আর টারনোপিলে, ক্ষেপণাস্ত্র হামলায় জানালার কাচ ভেঙে পড়ে এবং একটি ছোট অগ্নিকাণ্ড ঘটে।

কিয়েভের উত্তরের শহর কোনোতপেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা চার ঘণ্টার মধ্যে ৯৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস বা বাধাগ্রস্ত করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীর দিকে আসা ১২টি ইউক্রেনীয় ড্রোন আকাশেই প্রতিহত করা হয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এই ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশিকাটি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায় কর্মসূচীর উদ্বোধন

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে নিহত ৩, আহত বহু

আপডেট সময় : ০৩:১৩:৪২ অপরাহ্ণ, রবিবার, ২৫ মে ২০২৫

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং আশপাশের শহরগুলোর ওপর রোববার ভোরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কিয়েভে অন্তত ১১ জন আহত হয়েছেন এবং শহরের বাইরে আরও ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

কিয়েভের আঞ্চলিক প্রশাসন জানায়, রাজধানীর কাছের দুটি ছোট শহরে এই হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন।

হামলার বিস্তার ছিল বেশ কয়েকটি অঞ্চলে। উত্তর-পূর্বে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ, দক্ষিণের মাইকোলাইভ এবং পশ্চিমাঞ্চলের টারনোপিল-এও হামলার খবর পাওয়া গেছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর টকাচেঙ্কো জানিয়েছেন, ড্রোন হামলায় রাজধানীতে অন্তত ১১ জন আহত হয়েছেন। শহরের কেন্দ্রস্থলের কাছাকাছি হলোসিভস্কি জেলাতে একটি পাঁচতলা আবাসিক ভবনে ড্রোন হামলায় আগুন ধরে যায়। ভবনের বাইরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

শহরের অন্যান্য অংশে একটি ব্যক্তিগত বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরপর দুই রাত ধরে চলছে এই ধরনের বড় আকারের হামলা। শুক্রবার রাতেও কিয়েভে ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল  হামলা চালিয়েছিল রাশিয়া। সেটিকে বলা হচ্ছে তিন বছরের যুদ্ধে রাজধানীর ওপর অন্যতম বড় যৌথ আকাশ হামলা। সেই হামলায় বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ১৫ জন আহত হন।

খারকিভের মেয়র ইহোর তেরেখোভ বলেন, শহরের তিনটি জেলায় ড্রোন হামলা হয় এবং অন্তত তিনজন আহত হন। বিস্ফোরণে উচ্চ ভবনের জানালার কাচ ভেঙে পড়ে।

মাইকোলাইভে আবাসিক এলাকায় ড্রোন হামলায় দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। আর টারনোপিলে, ক্ষেপণাস্ত্র হামলায় জানালার কাচ ভেঙে পড়ে এবং একটি ছোট অগ্নিকাণ্ড ঘটে।

কিয়েভের উত্তরের শহর কোনোতপেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা চার ঘণ্টার মধ্যে ৯৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস বা বাধাগ্রস্ত করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীর দিকে আসা ১২টি ইউক্রেনীয় ড্রোন আকাশেই প্রতিহত করা হয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এই ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।