মঙ্গলবার | ২ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে

ঘুম থেকে জেগে দেখেন বাড়ির দুয়ারে বিশাল জাহাজ!

নরওয়ের এক ব্যক্তি সকালে ঘুম থেকে জেগে দেখলেন, একটি বিশাল কনটেইনার জাহাজ এসে তার বাড়ির সামনের বাগানে ধাক্কা মেরেছে। ৪৩৩ ফুট (১৩৫ মিটার) লম্বা জাহাজটি গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে (গ্রিনিচ মান সময় ভোর ৩টা) জোহান হেলবার্গের বাড়ির মাত্র কয়েক মিটার পাশ দিয়ে চলে যায়।

ঘটনাটি ঘটেছে ট্রনডহেইম শহরের কাছে বিনেসেট এলাকায়।

জোহান হেলবার্গকে এই অদ্ভুত ঘটনার কথা প্রথম জানান তার আতঙ্কিত প্রতিবেশী। তিনি জানান, বিশাল জাহাজটি সরাসরি উপকূলের দিকে ধেয়ে আসছিল।

টেলিভিশন চ্যানেল টিভি২-কে হেলবার্গ বলেন, এই সময়ে দরজায় বেল বাজলে আমি সাধারণত দরজা খুলি না।

তিনি আরও বলেন, আমি জানালায় গিয়ে যা দেখলাম, তাতে হতবাক হয়ে গেলাম—একটা বিশাল জাহাজ আমার সামনেই দাঁড়িয়ে। এর ওপরের অংশটা দেখতে আমাকে গলা উঁচিয়ে তাকাতে হয়েছিল। সব কিছু যেন অবিশ্বাস্য লাগছিল।’

প্রতিবেশী জোস্টেইন ইয়োর্গেনসেন জানান, তিনি ঘুম ভেঙে দেখতে পান জাহাজটি পুরো গতি নিয়ে তীরের দিকে এগিয়ে আসছে, তখনই তিনি দৌড়ে হেলবার্গের বাড়িতে যান। ইয়োর্গেনসেন বলেন, আমি ভেবেছিলাম তিনি ইতিমধ্যেই বাইরে আছেন, কিন্তু না—সেই সময় পর্যন্ত তার কোনো সাড়া-শব্দ ছিল না। আমি বহুবার ডোরবেল বাজিয়েছি, কোনো সাড়া পাইনি।

টিভি২-কে তিনি জানান, শেষমেশ যখন আমি তাকে ফোন করি, তখনই তার সঙ্গে যোগাযোগ হয়।

‘এনসিএল সাল্টেন’ নামে কার্গো জাহাজটি সাইপ্রাসের পতাকাবাহী এবং এতে ১৬ জন ক্রু ছিলেন। এটি ট্রনডহেইম ফিয়র্ড ধরে দক্ষিণ-পশ্চিমে ওর্কানগার বন্দরের দিকে যাচ্ছিল, কিন্তু পথ হারিয়ে উপকূলে এসে ধাক্কা মারে।

 

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই দুর্ঘটনায় কেউ আহত হননি। জাহাজটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে চলে এলো, তা এখনো জানা যায়নি।

নরওয়েজিয়ান পুলিশ ঘটনাটি তদন্ত করছে। জোহান হেলবার্গ মজার ছলে বলেন, এটা একেবারেই বিশ্রী এক নতুন প্রতিবেশী, তবে আশা করি সে খুব শিগগিরই চলে যাবে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

ঘুম থেকে জেগে দেখেন বাড়ির দুয়ারে বিশাল জাহাজ!

আপডেট সময় : ০৩:৫৭:৪৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ মে ২০২৫

নরওয়ের এক ব্যক্তি সকালে ঘুম থেকে জেগে দেখলেন, একটি বিশাল কনটেইনার জাহাজ এসে তার বাড়ির সামনের বাগানে ধাক্কা মেরেছে। ৪৩৩ ফুট (১৩৫ মিটার) লম্বা জাহাজটি গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে (গ্রিনিচ মান সময় ভোর ৩টা) জোহান হেলবার্গের বাড়ির মাত্র কয়েক মিটার পাশ দিয়ে চলে যায়।

ঘটনাটি ঘটেছে ট্রনডহেইম শহরের কাছে বিনেসেট এলাকায়।

জোহান হেলবার্গকে এই অদ্ভুত ঘটনার কথা প্রথম জানান তার আতঙ্কিত প্রতিবেশী। তিনি জানান, বিশাল জাহাজটি সরাসরি উপকূলের দিকে ধেয়ে আসছিল।

টেলিভিশন চ্যানেল টিভি২-কে হেলবার্গ বলেন, এই সময়ে দরজায় বেল বাজলে আমি সাধারণত দরজা খুলি না।

তিনি আরও বলেন, আমি জানালায় গিয়ে যা দেখলাম, তাতে হতবাক হয়ে গেলাম—একটা বিশাল জাহাজ আমার সামনেই দাঁড়িয়ে। এর ওপরের অংশটা দেখতে আমাকে গলা উঁচিয়ে তাকাতে হয়েছিল। সব কিছু যেন অবিশ্বাস্য লাগছিল।’

প্রতিবেশী জোস্টেইন ইয়োর্গেনসেন জানান, তিনি ঘুম ভেঙে দেখতে পান জাহাজটি পুরো গতি নিয়ে তীরের দিকে এগিয়ে আসছে, তখনই তিনি দৌড়ে হেলবার্গের বাড়িতে যান। ইয়োর্গেনসেন বলেন, আমি ভেবেছিলাম তিনি ইতিমধ্যেই বাইরে আছেন, কিন্তু না—সেই সময় পর্যন্ত তার কোনো সাড়া-শব্দ ছিল না। আমি বহুবার ডোরবেল বাজিয়েছি, কোনো সাড়া পাইনি।

টিভি২-কে তিনি জানান, শেষমেশ যখন আমি তাকে ফোন করি, তখনই তার সঙ্গে যোগাযোগ হয়।

‘এনসিএল সাল্টেন’ নামে কার্গো জাহাজটি সাইপ্রাসের পতাকাবাহী এবং এতে ১৬ জন ক্রু ছিলেন। এটি ট্রনডহেইম ফিয়র্ড ধরে দক্ষিণ-পশ্চিমে ওর্কানগার বন্দরের দিকে যাচ্ছিল, কিন্তু পথ হারিয়ে উপকূলে এসে ধাক্কা মারে।

 

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই দুর্ঘটনায় কেউ আহত হননি। জাহাজটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে চলে এলো, তা এখনো জানা যায়নি।

নরওয়েজিয়ান পুলিশ ঘটনাটি তদন্ত করছে। জোহান হেলবার্গ মজার ছলে বলেন, এটা একেবারেই বিশ্রী এক নতুন প্রতিবেশী, তবে আশা করি সে খুব শিগগিরই চলে যাবে।