শিরোনাম :
Logo আজকের নামাজের সময়সূচি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনা করতে চায় সরকার Logo চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা Logo জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা সমঝোতার চেষ্টা শাখা ছাত্রদলের, দফায় দফায় বৈঠক Logo তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা Logo যুব সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ না থাকায় আজ যুব সমাজ অধপতনে নিমর্জিত ……..কে. এম ইয়াসিন রাশেদসানী Logo কচুয়ার কাদলা ইউনিয়ন যুবদলের আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত Logo ‘পঞ্চায়েত’ আমার জীবন বদলে দিয়েছে Logo ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প Logo সারাদেশে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি

কচুয়ায় কালা মানিকের দাম হাঁকা হয়েছে ৮ লাখ টাকা

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে কচুয়ায় বিভিন্ন হাটে পশু কেনাবেচা শুরু হয়েছে। দাম বেশি হাকায় এখন এ কেনাবেচা জমে উঠছে না। তবে কচুয়া উপজেলার পাথৈর গ্রামের ষাঁড় কালা মানিকের দাম হাঁকা হয়েছে ৮ লাখ টাকা। পাথৈর গ্রামের কাজী দিঘির দক্ষিন পাড়া মসজিদ বাড়ির অধিবাসী মিজানুর রহমান প্রায় ৪ বছর ধরে লালন পালন করে আসছেন এ কালা মানিক।

ওই গ্রামের মিজানুর রহমান ৮০০ কেজি ওজনের বিশাল আকৃতির ষাঁড় কালা মানিকের দাম হাঁকা হয়েছে ৮ লাখ টাকা এবং এ ষাঁড়ের পা থেকে মাথা পর্যন্ত গায়ের রং কুচকুচে কালো। এ কারণে তার নাম রাখা হয়েছে আদরের কালা মানিক।

মালিক মিজানুর রহমান বলেন, প্রায় ৪ বছর ধরে দেশীয় প্রজাতির ঘাস ও ফল-ফলাদি দিয়ে কালা মানিককে খাওয়ানো হয়েছে। অন্যরকম আদর করে কালা মানিককে লালন-পালন করছি। দিনরাত এ খামার পরিচর্যাসহ দেখাশোনা করছি। কোনো প্রকার ওষুধ ছাড়াই ষাঁড়কে খেতে দেওয়া হয়। এদিকে এ কালা মানিককে কেউ কিনতে চাইলে কচুয়া উপজেলার পাথৈর গ্রামের অধিবাসী মিজানুর রহমান এর নাম্বার ০১৮৯২৭৩৮৩০১ নাম্বারে যোগাযোগ করার আহ্বান করা গেল।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাওকাত হোসেন সুমন বলেন, এ উপজেলার সবচেয়ে বড় ষাঁড় কালা মানিক। প্রাকৃতিক খাবার খাইয়ে এ ষাঁড় বড় করা করেছে এবং এ ষাঁড় দেখতেও কালা কুচকুচে। এ কারণে নাম রাখা হয়েছে কালা মানিক। কোরবানির পশুর হাটে এ কালা মানিক ভালো দামে বিক্রি করবে বলে জানান তিনি ।

ছবি: কচুয়ার পাথৈর গ্রামে কালা মানিকের সাথে মালিক মিজানুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজকের নামাজের সময়সূচি

কচুয়ায় কালা মানিকের দাম হাঁকা হয়েছে ৮ লাখ টাকা

আপডেট সময় : ০৭:১৭:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে কচুয়ায় বিভিন্ন হাটে পশু কেনাবেচা শুরু হয়েছে। দাম বেশি হাকায় এখন এ কেনাবেচা জমে উঠছে না। তবে কচুয়া উপজেলার পাথৈর গ্রামের ষাঁড় কালা মানিকের দাম হাঁকা হয়েছে ৮ লাখ টাকা। পাথৈর গ্রামের কাজী দিঘির দক্ষিন পাড়া মসজিদ বাড়ির অধিবাসী মিজানুর রহমান প্রায় ৪ বছর ধরে লালন পালন করে আসছেন এ কালা মানিক।

ওই গ্রামের মিজানুর রহমান ৮০০ কেজি ওজনের বিশাল আকৃতির ষাঁড় কালা মানিকের দাম হাঁকা হয়েছে ৮ লাখ টাকা এবং এ ষাঁড়ের পা থেকে মাথা পর্যন্ত গায়ের রং কুচকুচে কালো। এ কারণে তার নাম রাখা হয়েছে আদরের কালা মানিক।

মালিক মিজানুর রহমান বলেন, প্রায় ৪ বছর ধরে দেশীয় প্রজাতির ঘাস ও ফল-ফলাদি দিয়ে কালা মানিককে খাওয়ানো হয়েছে। অন্যরকম আদর করে কালা মানিককে লালন-পালন করছি। দিনরাত এ খামার পরিচর্যাসহ দেখাশোনা করছি। কোনো প্রকার ওষুধ ছাড়াই ষাঁড়কে খেতে দেওয়া হয়। এদিকে এ কালা মানিককে কেউ কিনতে চাইলে কচুয়া উপজেলার পাথৈর গ্রামের অধিবাসী মিজানুর রহমান এর নাম্বার ০১৮৯২৭৩৮৩০১ নাম্বারে যোগাযোগ করার আহ্বান করা গেল।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাওকাত হোসেন সুমন বলেন, এ উপজেলার সবচেয়ে বড় ষাঁড় কালা মানিক। প্রাকৃতিক খাবার খাইয়ে এ ষাঁড় বড় করা করেছে এবং এ ষাঁড় দেখতেও কালা কুচকুচে। এ কারণে নাম রাখা হয়েছে কালা মানিক। কোরবানির পশুর হাটে এ কালা মানিক ভালো দামে বিক্রি করবে বলে জানান তিনি ।

ছবি: কচুয়ার পাথৈর গ্রামে কালা মানিকের সাথে মালিক মিজানুর রহমান।