চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে দুর্ধুর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার রাতে সাচার উত্তর বাজারের মেসার্স রোজিনা এন্টার প্রাইজ দোকানে এ চুরি হয়।
এতে দোকান মালিক আব্দুল মতিন মিলনের ৩ লক্ষ ৮০ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় দোকানের মালিক আব্দুল মতিন মিলন বাদী হয়ে সাচার নাগরপাড়া গ্রামের মজু মিয়ার ছেলে জাকির হোসেনকে অভিযুক্ত করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বাদীর লিখিত অভিযোগসূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ২১ মে রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকানের মালিক। দোকানের পিছনের দরজা ভেঙ্গে প্রবেশ করে চোর চক্রের সদস্যরা কৌশলে ক্যাশের বক্স ভেঙ্গে নগদ টাকা ও একটি স্মার্ট ফোন নিয়ে যায়।
পরে চুরির বিষয়টি বাজার কমিটিকে অবগত করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী আব্দুল মতিন নগদ টাকা হারিয়ে নি:স্ব হয়ে গেছেন। চুরির ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনের আওতা এনে শাস্তির দাবি জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আব্দুল মতিন মিলন।
ছবি: কচুয়ার সাচার উত্তর বাজারের ব্যবসায়ী আব্দুল মতিন মিলনের দোকানে চুরি।