শিরোনাম :
Logo বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা Logo সিন্ডিকেটের নিষেধাজ্ঞা অমান্য করে কুবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo ফিটনেসবিহীন কুবির বিআরটিসি বাসে আগুন Logo চাঁদপুরে টাইফয়েড টিকাদান কর্মশালা অনুষ্ঠিত Logo খুুবি উপাচার্যের সাথে হিট প্রজেক্টপ্রাপ্ত শিক্ষকদের মতবিনিময় Logo চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিটি স্তরে সেবা গ্রহীতাদের স্বস্তি Logo নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক হত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন  Logo নারী হেনস্থা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ Logo চাঁদপুর মডেল থানায় ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo ইবি’র দুই নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে কমিটি পুনর্গঠন

গলাচিপা খেলতে গিয়ে শিশু খুন, গ্রেপ্তার ২ সহপাঠী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২৬:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৭৮১ বার পড়া হয়েছে

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা উম্মে হুমায়দ একাডেমি এতিমখানায় মো. আশরাফুল শেখ (১২) নামের এক হাফেজিয়া ছাত্রকে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আশরাফুল শেখ ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে উম্মে হুমায়দ একাডেমি এতিমখানার হাফেজিয়া বিভাগের ছাত্র ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন— অত্র প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র মিরাজুল ইসলাম ইয়াসমিন (১৪), যার বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার রঘুনাথপুর গ্রামে এবং সপ্তম শ্রেণির ছাত্র মো. তানভীর বিশ্বাস (১৪), সে খুলনার বটিয়াঘাটা উপজেলার গাউঘরা গ্রামের রুস্তুম বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (১৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মাদ্রাসা সংলগ্ন একটি বাগানে গামছা দিয়ে ‘গলাচিপা’ খেলার সময় আশরাফুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহটি মাদ্রাসার পেছনের টয়লেটে রেখে রাত সাড়ে ১০টার দিকে দেয়ালের ওপর দিয়ে বাইরে ফেলে দেওয়া হয়।

রাত সাড়ে ১২টার দিকে এক শিক্ষার্থী বিষয়টি অন্য ছাত্রদের জানালে তা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ নাজমুল ইসলামকে জানানো হয়। পরে অধ্যক্ষ ফকিরহাট থানা পুলিশকে খবর দেন।

নিহতের মা মোসা. ফাতেমা বেগম বলেন, “সন্ধ্যার দিকে মাদ্রাসা থেকে জানানো হয় আমার ছেলে নিখোঁজ। পরে রাতে জানতে পারি, আমার ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।”

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুটি শিশুশিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

গলাচিপা খেলতে গিয়ে শিশু খুন, গ্রেপ্তার ২ সহপাঠী

আপডেট সময় : ০১:২৬:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ মে ২০২৫

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা উম্মে হুমায়দ একাডেমি এতিমখানায় মো. আশরাফুল শেখ (১২) নামের এক হাফেজিয়া ছাত্রকে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আশরাফুল শেখ ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে উম্মে হুমায়দ একাডেমি এতিমখানার হাফেজিয়া বিভাগের ছাত্র ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন— অত্র প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র মিরাজুল ইসলাম ইয়াসমিন (১৪), যার বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার রঘুনাথপুর গ্রামে এবং সপ্তম শ্রেণির ছাত্র মো. তানভীর বিশ্বাস (১৪), সে খুলনার বটিয়াঘাটা উপজেলার গাউঘরা গ্রামের রুস্তুম বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (১৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মাদ্রাসা সংলগ্ন একটি বাগানে গামছা দিয়ে ‘গলাচিপা’ খেলার সময় আশরাফুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহটি মাদ্রাসার পেছনের টয়লেটে রেখে রাত সাড়ে ১০টার দিকে দেয়ালের ওপর দিয়ে বাইরে ফেলে দেওয়া হয়।

রাত সাড়ে ১২টার দিকে এক শিক্ষার্থী বিষয়টি অন্য ছাত্রদের জানালে তা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ নাজমুল ইসলামকে জানানো হয়। পরে অধ্যক্ষ ফকিরহাট থানা পুলিশকে খবর দেন।

নিহতের মা মোসা. ফাতেমা বেগম বলেন, “সন্ধ্যার দিকে মাদ্রাসা থেকে জানানো হয় আমার ছেলে নিখোঁজ। পরে রাতে জানতে পারি, আমার ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।”

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুটি শিশুশিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।”