মঙ্গলবার | ২০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া Logo এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা

গলাচিপা খেলতে গিয়ে শিশু খুন, গ্রেপ্তার ২ সহপাঠী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২৬:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৮৬৬ বার পড়া হয়েছে

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা উম্মে হুমায়দ একাডেমি এতিমখানায় মো. আশরাফুল শেখ (১২) নামের এক হাফেজিয়া ছাত্রকে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আশরাফুল শেখ ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে উম্মে হুমায়দ একাডেমি এতিমখানার হাফেজিয়া বিভাগের ছাত্র ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন— অত্র প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র মিরাজুল ইসলাম ইয়াসমিন (১৪), যার বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার রঘুনাথপুর গ্রামে এবং সপ্তম শ্রেণির ছাত্র মো. তানভীর বিশ্বাস (১৪), সে খুলনার বটিয়াঘাটা উপজেলার গাউঘরা গ্রামের রুস্তুম বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (১৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মাদ্রাসা সংলগ্ন একটি বাগানে গামছা দিয়ে ‘গলাচিপা’ খেলার সময় আশরাফুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহটি মাদ্রাসার পেছনের টয়লেটে রেখে রাত সাড়ে ১০টার দিকে দেয়ালের ওপর দিয়ে বাইরে ফেলে দেওয়া হয়।

রাত সাড়ে ১২টার দিকে এক শিক্ষার্থী বিষয়টি অন্য ছাত্রদের জানালে তা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ নাজমুল ইসলামকে জানানো হয়। পরে অধ্যক্ষ ফকিরহাট থানা পুলিশকে খবর দেন।

নিহতের মা মোসা. ফাতেমা বেগম বলেন, “সন্ধ্যার দিকে মাদ্রাসা থেকে জানানো হয় আমার ছেলে নিখোঁজ। পরে রাতে জানতে পারি, আমার ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।”

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুটি শিশুশিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া

গলাচিপা খেলতে গিয়ে শিশু খুন, গ্রেপ্তার ২ সহপাঠী

আপডেট সময় : ০১:২৬:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ মে ২০২৫

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা উম্মে হুমায়দ একাডেমি এতিমখানায় মো. আশরাফুল শেখ (১২) নামের এক হাফেজিয়া ছাত্রকে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আশরাফুল শেখ ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে উম্মে হুমায়দ একাডেমি এতিমখানার হাফেজিয়া বিভাগের ছাত্র ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন— অত্র প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র মিরাজুল ইসলাম ইয়াসমিন (১৪), যার বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার রঘুনাথপুর গ্রামে এবং সপ্তম শ্রেণির ছাত্র মো. তানভীর বিশ্বাস (১৪), সে খুলনার বটিয়াঘাটা উপজেলার গাউঘরা গ্রামের রুস্তুম বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (১৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মাদ্রাসা সংলগ্ন একটি বাগানে গামছা দিয়ে ‘গলাচিপা’ খেলার সময় আশরাফুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহটি মাদ্রাসার পেছনের টয়লেটে রেখে রাত সাড়ে ১০টার দিকে দেয়ালের ওপর দিয়ে বাইরে ফেলে দেওয়া হয়।

রাত সাড়ে ১২টার দিকে এক শিক্ষার্থী বিষয়টি অন্য ছাত্রদের জানালে তা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ নাজমুল ইসলামকে জানানো হয়। পরে অধ্যক্ষ ফকিরহাট থানা পুলিশকে খবর দেন।

নিহতের মা মোসা. ফাতেমা বেগম বলেন, “সন্ধ্যার দিকে মাদ্রাসা থেকে জানানো হয় আমার ছেলে নিখোঁজ। পরে রাতে জানতে পারি, আমার ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।”

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুটি শিশুশিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।”