শিরোনাম :
Logo বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা Logo সিন্ডিকেটের নিষেধাজ্ঞা অমান্য করে কুবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo ফিটনেসবিহীন কুবির বিআরটিসি বাসে আগুন Logo চাঁদপুরে টাইফয়েড টিকাদান কর্মশালা অনুষ্ঠিত Logo খুুবি উপাচার্যের সাথে হিট প্রজেক্টপ্রাপ্ত শিক্ষকদের মতবিনিময় Logo চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিটি স্তরে সেবা গ্রহীতাদের স্বস্তি Logo নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক হত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন  Logo নারী হেনস্থা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ Logo চাঁদপুর মডেল থানায় ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo ইবি’র দুই নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে কমিটি পুনর্গঠন

শেরপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৩ মে) রাতে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং স্বাধীন গণমাধ্যমে এআই-এর প্রভাব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু হানিফ।

আলোচনা সভায় শেরপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য মো. জুবায়ের রহমান, মনিরুজ্জামান রিপন, তারিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম, সুলতান আহমেদ ময়না প্রমুখ। এছাড়াও আলোচনায় অংশ নেন শহিদুল ইসলাম হীরা, জোবায়দুল ইসলাম, কাজী মাসুম, হোসাইন আহমেদ মোল্লা সহ অন্যান্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব ইতিবাচক ও নেতিবাচক—উভয় দিক থেকেই বিবেচ্য। তবে এআই-এর প্রভাবকে উপেক্ষা না করে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে এআই-এর প্রভাব মুক্ত রেখে বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতা বজায় রাখার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের মূল ভিত্তি। তাই গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত পরিবেশ রক্ষায় সরকারের গণমাধ্যম সংস্কার কমিটিকে আরও কার্যকর ও জোরালো ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের নানা চ্যালেঞ্জ, ভবিষ্যৎ সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও স্বাধীনতা নিয়ে মতবিনিময় করেন। সভা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও বন্ধুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

শেরপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত

আপডেট সময় : ০৮:৩১:১০ অপরাহ্ণ, রবিবার, ৪ মে ২০২৫

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৩ মে) রাতে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং স্বাধীন গণমাধ্যমে এআই-এর প্রভাব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু হানিফ।

আলোচনা সভায় শেরপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য মো. জুবায়ের রহমান, মনিরুজ্জামান রিপন, তারিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম, সুলতান আহমেদ ময়না প্রমুখ। এছাড়াও আলোচনায় অংশ নেন শহিদুল ইসলাম হীরা, জোবায়দুল ইসলাম, কাজী মাসুম, হোসাইন আহমেদ মোল্লা সহ অন্যান্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব ইতিবাচক ও নেতিবাচক—উভয় দিক থেকেই বিবেচ্য। তবে এআই-এর প্রভাবকে উপেক্ষা না করে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে এআই-এর প্রভাব মুক্ত রেখে বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতা বজায় রাখার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের মূল ভিত্তি। তাই গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত পরিবেশ রক্ষায় সরকারের গণমাধ্যম সংস্কার কমিটিকে আরও কার্যকর ও জোরালো ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের নানা চ্যালেঞ্জ, ভবিষ্যৎ সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও স্বাধীনতা নিয়ে মতবিনিময় করেন। সভা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও বন্ধুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।