শিরোনাম :
Logo সংস্কার কমিশনের প্রতিবেদন সহজভাবে প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার Logo চুয়াডাঙ্গা পৌর শহরের মাছপট্টি এলাকায় গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে ২ জন আহত Logo ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত! Logo খুবিতে ওবিই পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক প্রশিক্ষণ! Logo সম্পাদক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলেন তরুছায়া Logo মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শ্যামনগরের ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় Logo নোবিপ্রবিতে শনাক্ত ১৩১ প্রজাতি বন্যপ্রাণী Logo শাহজাদপুরে দুই প্রবাসীর লাশ উদ্ধার Logo সিরাজগঞ্জের বিএনপি নেতা রেজাউল করিমের স্থগিতাদেশ প্রত্যাহার  Logo সিরাজগঞ্জে প্রাণিসম্পদের ব্যর্থ প্রকল্পে তিন কোটি টাকার সরঞ্জাম ঝুঁকিতে

শেরপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৩ মে) রাতে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং স্বাধীন গণমাধ্যমে এআই-এর প্রভাব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু হানিফ।

আলোচনা সভায় শেরপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য মো. জুবায়ের রহমান, মনিরুজ্জামান রিপন, তারিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম, সুলতান আহমেদ ময়না প্রমুখ। এছাড়াও আলোচনায় অংশ নেন শহিদুল ইসলাম হীরা, জোবায়দুল ইসলাম, কাজী মাসুম, হোসাইন আহমেদ মোল্লা সহ অন্যান্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব ইতিবাচক ও নেতিবাচক—উভয় দিক থেকেই বিবেচ্য। তবে এআই-এর প্রভাবকে উপেক্ষা না করে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে এআই-এর প্রভাব মুক্ত রেখে বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতা বজায় রাখার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের মূল ভিত্তি। তাই গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত পরিবেশ রক্ষায় সরকারের গণমাধ্যম সংস্কার কমিটিকে আরও কার্যকর ও জোরালো ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের নানা চ্যালেঞ্জ, ভবিষ্যৎ সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও স্বাধীনতা নিয়ে মতবিনিময় করেন। সভা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও বন্ধুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সংস্কার কমিশনের প্রতিবেদন সহজভাবে প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার

শেরপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত

আপডেট সময় : ০৮:৩১:১০ অপরাহ্ণ, রবিবার, ৪ মে ২০২৫

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৩ মে) রাতে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং স্বাধীন গণমাধ্যমে এআই-এর প্রভাব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু হানিফ।

আলোচনা সভায় শেরপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য মো. জুবায়ের রহমান, মনিরুজ্জামান রিপন, তারিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম, সুলতান আহমেদ ময়না প্রমুখ। এছাড়াও আলোচনায় অংশ নেন শহিদুল ইসলাম হীরা, জোবায়দুল ইসলাম, কাজী মাসুম, হোসাইন আহমেদ মোল্লা সহ অন্যান্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব ইতিবাচক ও নেতিবাচক—উভয় দিক থেকেই বিবেচ্য। তবে এআই-এর প্রভাবকে উপেক্ষা না করে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে এআই-এর প্রভাব মুক্ত রেখে বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতা বজায় রাখার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের মূল ভিত্তি। তাই গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত পরিবেশ রক্ষায় সরকারের গণমাধ্যম সংস্কার কমিটিকে আরও কার্যকর ও জোরালো ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের নানা চ্যালেঞ্জ, ভবিষ্যৎ সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও স্বাধীনতা নিয়ে মতবিনিময় করেন। সভা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও বন্ধুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।