ভারত সামরিক পদক্ষেপ শুরু করলে পাকিস্তান পারমাণবিক অস্ত্রসহ পূর্ণ শক্তির সাথে তার জবাব দেবে বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। গত মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার পর দুদেশের উত্তেজনা বৃদ্ধির মধ্যে, এই হুমকি দিলেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত।
শনিবার (৩ মে) রাশিয়ান সংবাদমাধ্যম আরটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মস্কোতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ কূটনীতিক মুহাম্মদ খালিদ জামালি এ কথা বলেন।
আজ রোববার (৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে।
মুহাম্মদ খালিদ জামালি বলেন, ‘ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত পাকিস্তানি ভূখণ্ডে সামরিক হামলার পরিকল্পনা করছে। আরও কিছু ফাঁস হওয়া নথি বলছে, পাকিস্তানের কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই আমাদের মনে হয় যে ভারত হামলা করতে চাইছে।’
খালিদ জামালি বলেন, ‘আমরা পাকিস্তানে প্রচলিত এবং পারমাণবিক উভয় শক্তির পূর্ণ ব্যবহার করব।’
২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার পর এই সতর্কবার্তা দিলেন জামালি। গত মাসে চালানো ওই ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক।
এই ঘটনার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। হামলার পরপরই পাল্টাপাল্টি প্রতিশোধমূলক পদক্ষেপ ঘোষণা করে দেশ দুটি। ভারত ১৯৬০ সালে হওয়া সিন্ধু জল চুক্তি স্থগিত করে। অন্যদিকে পাকিস্তান দু’দেশের মধ্যে হওয়া সিমলা চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়।
এর আগে শুক্রবার জিও নিউজের সাথে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ঘোষণা করেন, চুক্তি লঙ্ঘন করে সিন্ধু নদীর উপর ভারত কোনো অবকাঠামো নির্মাণ করলে ইসলামাবাদ তা লক্ষ্যবস্তু করবে।
তিনি বলেন, ‘যদি তারা কোনো ধরনের কাঠামো নির্মাণের চেষ্টা করে, আমরা তাতে হামলা চালাব।’
এদিকে, পারমাণবিক আলোচনার মধ্যেই, পাকিস্তানের সেনাবাহিনী শনিবার আবদালি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।
পাকিস্তানি সেনাবাহিনীর এক বিবৃতি অনুসারে, ‘অপারেশনাল প্রস্তুতি’ নিশ্চিত করার জন্য এই উৎক্ষেপণ করা হয়েছিল।’