সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জনপ্রিয় বিগ টিকিট লটারিতে সৌভাগ্যবান হয়ে রাতারাতি লাখপতি হয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি। সম্প্রতি অনুষ্ঠিত সাপ্তাহিক ড্র-তে তারা প্রত্যেকে জিতেছেন ১ লাখ ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৯ লাখ ৫৮ হাজারের সমপরিমাণ। গালফ নিউজের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জয়ীদের একজন ৫২ বছর বয়সী আবু মনসুর আলী আহমেদ। দীর্ঘদিন ধরে তিনি দুবাইয়ে বসবাস করছেন এবং সেখানে তার নিজস্ব গাড়ির ওয়ার্কশপ রয়েছে। ১৯৯২ সালে প্রথমবারের মতো দুবাই যাওয়া এই প্রবাসী তিন দশকেরও বেশি সময় পর বিগ টিকিট লটারিতে বড় পুরস্কার জিতে নেন। পুরস্কারের খবর পেয়ে তিনি খুশিতে আত্মহারা হয়ে পড়েন। এখনো তিনি জানাননি এ অর্থ কীভাবে ব্যয় করবেন, তবে আবারও ড্র-তে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
অন্য বিজয়ী হলেন কাতার প্রবাসী ৩০ বছর বয়সী রহমত উল্লাহ। মাত্র ছয় মাস আগে তিনি বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে। এরপর পাঁচ বন্ধুকে নিয়ে শুরু করেন টিকিট কেনা। ভাগ্য এবার তাদেরই পক্ষে ছিল। ড্র-তে বিজয়ী হওয়ার খবর পেয়ে তিনি বলেন, “আমি খুবই খুশি, বিগ টিকিট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।” তিনি পুরস্কারের অর্থ দিয়ে নিজের একটি ব্যবসা শুরু করতে চান।
বিগ টিকিট লটারি দুবাইয়ের অন্যতম জনপ্রিয় লটারি, যেখানে প্রতিদিন হাজারো প্রবাসী টিকিট কিনে থাকেন ভাগ্য পরিবর্তনের আশায়। প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সাপ্তাহিক ড্র, যেখানে পাঁচজন সৌভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করা হয়।