আমিনুর রহমান নয়ন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হওয়া এক বাংলাদেশী কিশোরকে বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির নিকট হস্তান্তর করা হয়।
আটক বাংলাদেশী কিশোর হলেন- মানিকগঞ্জের হরিরামপুর থানার কালই গ্রামের জিয়াউর রহমানের ছেলে মিজানুর রহমান (১৬)। সোমবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিএসএফের আহ্বানে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন পলিয়ানপুর বিওপি এবং প্রতিপক্ষ ১৯৪ ব্যাটালিয়ন বিএসএফের অধীন সুন্দর ক্যাম্পের সাথে সীমান্ত পিলার ৬০/২৯-আর এর সন্নিকটে সোমবার সন্ধ্যা ৬টা হতে সাড়ে ৬টা পর্যন্ত বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পলিয়ানপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার সাইফুল ইসলাম এবং বিএসএফের সুন্দর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর অজিত।
পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ হতে জানানো হয় যে, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের প্রচেষ্টাকালে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় বাংলাদেশী নাগরিক মিজানুর রহমানকে আটক করা হয়। সুসম্পর্কের সূত্র ধরে তাদেরকে ফেরত নেওয়ার জন্য বিএসএফ কর্তৃক বিজিবিকে আহ্বান জানানো হয়। বিজিবির বিওপি কমান্ডার বাংলাদেশী নাগরিকের জাতীয় পরিচয়পত্র এবং প্রদানকৃত মোবাইল নাম্বার যাচাই করে সন্ধ্যা সাড়ে ৬টার সময় বিএসএফের নিকট থেকে তাকে গ্রহণ করেন।
পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দপূর্ণ পরিবেশে উক্ত পতাকা বৈঠক সমাপ্ত হয়। বর্ণিত নাগরিককে জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।