শিরোনাম :
Logo রোহিঙ্গা শিশুদের নিয়ে চরম উদ্বেগে আইআরসি Logo সিরাজগঞ্জ জেলা ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষ থেকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা Logo কচুয়ায় শতবছরের কালীমন্দিরটি ঝুঁকিপূর্ণ: ঘটতে পারে দুর্ঘটনা Logo খুবিতে জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন Logo ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাশিয়াকে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প Logo চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন ওষুধ বিক্রির দায়ে জরিমানা এবং পাইকারি মাছ বাজার ও গমপট্টিতেও ভোক্তা অধিকার অধিদপ্তরের তদারকি অভিযান Logo ইবি ছাত্রীকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের বাস অবরোধ Logo ইরাকের তেলক্ষেত্রে বিস্ফোরণের কারণে কার্যক্রম স্থগিত করেছে মার্কিন কোম্পানি Logo চুয়াডাঙ্গা পৌরসভায় ড্রেনেজ ও সড়ক ব্যবস্থার বেহাল দশা: জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে Logo ১৬ জুলাই থেকে শহিদদের নামে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন শুরু

বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:৩৩:২৯ অপরাহ্ণ, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ৭৫৮ বার পড়া হয়েছে

আমিনুর রহমান নয়ন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হওয়া এক বাংলাদেশী কিশোরকে বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির নিকট হস্তান্তর করা হয়।

আটক বাংলাদেশী কিশোর হলেন- মানিকগঞ্জের হরিরামপুর থানার কালই গ্রামের জিয়াউর রহমানের ছেলে মিজানুর রহমান (১৬)। সোমবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিএসএফের আহ্বানে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন পলিয়ানপুর বিওপি এবং প্রতিপক্ষ ১৯৪ ব্যাটালিয়ন বিএসএফের অধীন সুন্দর ক্যাম্পের সাথে সীমান্ত পিলার ৬০/২৯-আর এর সন্নিকটে সোমবার সন্ধ্যা ৬টা হতে সাড়ে ৬টা পর্যন্ত বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পলিয়ানপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার সাইফুল ইসলাম এবং বিএসএফের সুন্দর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর অজিত।

পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ হতে জানানো হয় যে, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের প্রচেষ্টাকালে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় বাংলাদেশী নাগরিক মিজানুর রহমানকে আটক করা হয়। সুসম্পর্কের সূত্র ধরে তাদেরকে ফেরত নেওয়ার জন্য বিএসএফ কর্তৃক বিজিবিকে আহ্বান জানানো হয়। বিজিবির বিওপি কমান্ডার বাংলাদেশী নাগরিকের জাতীয় পরিচয়পত্র এবং প্রদানকৃত মোবাইল নাম্বার যাচাই করে সন্ধ্যা সাড়ে ৬টার সময় বিএসএফের নিকট থেকে তাকে গ্রহণ করেন।

 

পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দপূর্ণ পরিবেশে উক্ত পতাকা বৈঠক সমাপ্ত হয়। বর্ণিত নাগরিককে জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা শিশুদের নিয়ে চরম উদ্বেগে আইআরসি

বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর

আপডেট সময় : ০৯:৩৩:২৯ অপরাহ্ণ, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

আমিনুর রহমান নয়ন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হওয়া এক বাংলাদেশী কিশোরকে বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির নিকট হস্তান্তর করা হয়।

আটক বাংলাদেশী কিশোর হলেন- মানিকগঞ্জের হরিরামপুর থানার কালই গ্রামের জিয়াউর রহমানের ছেলে মিজানুর রহমান (১৬)। সোমবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিএসএফের আহ্বানে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন পলিয়ানপুর বিওপি এবং প্রতিপক্ষ ১৯৪ ব্যাটালিয়ন বিএসএফের অধীন সুন্দর ক্যাম্পের সাথে সীমান্ত পিলার ৬০/২৯-আর এর সন্নিকটে সোমবার সন্ধ্যা ৬টা হতে সাড়ে ৬টা পর্যন্ত বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পলিয়ানপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার সাইফুল ইসলাম এবং বিএসএফের সুন্দর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর অজিত।

পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ হতে জানানো হয় যে, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের প্রচেষ্টাকালে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় বাংলাদেশী নাগরিক মিজানুর রহমানকে আটক করা হয়। সুসম্পর্কের সূত্র ধরে তাদেরকে ফেরত নেওয়ার জন্য বিএসএফ কর্তৃক বিজিবিকে আহ্বান জানানো হয়। বিজিবির বিওপি কমান্ডার বাংলাদেশী নাগরিকের জাতীয় পরিচয়পত্র এবং প্রদানকৃত মোবাইল নাম্বার যাচাই করে সন্ধ্যা সাড়ে ৬টার সময় বিএসএফের নিকট থেকে তাকে গ্রহণ করেন।

 

পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দপূর্ণ পরিবেশে উক্ত পতাকা বৈঠক সমাপ্ত হয়। বর্ণিত নাগরিককে জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।