শিরোনাম :
Logo সামাজিক মাধ্যমে অপপ্রচারে জর্জরিত দেশের শিল্পাঙ্গন বিনোদন প্রতিবেদন Logo ইবি কারাতে ক্লাবের নেতৃত্বে নোমান-সাদিয়া Logo গৌরবের অষ্টম বর্ষে আলোর দিশার পদার্পণে থাকছে নানা আয়োজন Logo শিক্ষার্থীদের রিটেক সমস্যা সমাধানে গাফিলতির অভিযোগ যবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে  Logo নতুন ভবনেই বদলে যাবে সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র” Logo ভুয়া নিয়োগপত্রে প্রতারণা: সিরাজগঞ্জের যুবকের কাছ থেকে আদায় ২১ লাখ ৭০ হাজার টাকা Logo সাতক্ষীরায় ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত Logo কয়রায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo পলাশবাড়ীর পল্লীতে সাপের দংশনে কিশোরীর মৃত্যু Logo চাঁদপুর জেলা পুলিশের প্রচেষ্টায় এক বছরে ১ হাজার ১৪১টি হারানো মোবাইল ফোন উদ্ধার

যে রঙের পোশাক পরলে মশা আপনাকে ভুলেও কামড়াবে না!

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:৫৪:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৭৫৯ বার পড়া হয়েছে
অন্যান্য ঋতুর তুলনায় গ্রীষ্মকালে মশার উপদ্রব একটু বেশি থাকে। অনেকেই নানা পদ্ধতিতে মশা তাড়ানোর চেষ্টা করেন, কিন্তু জানেন কি, আপনার পোশাকের রঙই মশার আকর্ষণ বা অনীহার বড় কারণ হতে পারে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এমনই এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন, যা বলছে কিছু নির্দিষ্ট রঙ মশা আপনার কাছ থেকে দূরে রাখবে, আবার কিছু রঙ মশাকে টেনে আনবে আপনার দেহের খুব কাছাকাছি।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, চারটি রং মশার কামড় থেকে মানুষকে রক্ষা করতে পারে। আবার এমন কিছু রং আছে, যা মশাদের আকৃষ্ট করে।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী বলছেন, মশারা লাল, কমলা, কালো এবং নীলচে সবুজ রং পছন্দ করে। তবে লাল রংকে মশা সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। এছাড়া কালো রঙও মশার খুব প্রিয়। কারণ মশারা গাড়ো রঙের প্রতি আকৃষ্ট হয়। এর আগে ১৯৪০ সালে গবেষকরা দেখিয়েছিলেন, মশা সাদার উপর একটি কালো রেখাকে অনুসরণ করতে পারে।

অন্যদিকে, মশারা নীল, সবুজ, বেগুনি এবং সাদা রঙে আগ্রহ দেখায়নি। গবেষণায় মশার অপ্রিয় রঙ ছিল নীল। বিজ্ঞানীদের মতে, একটি রং কতটা গাড়ো তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। উদাহরণস্বরূপ, নেভি ব্লু তাপ শোষণ করে যা মশাকে আকর্ষণ করে। এজন্য বিজ্ঞানীরা মশার কামড় থেকে বাঁচতে হালকা রঙের পোশাক পড়ার পরামর্শ দিয়েছেন।

গবেষণায় মশা মানুষের খালি হাতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু বিজ্ঞানীরা যখন সে হাতে সবুজ গ্লাভস পরান, তখন মশাগুলো উড়ে যায়। এছাড়া বেগুনী রঙের প্রতিও মশা বেশ অনীহা প্রকাশ করে। এদিকে গবেষণা ল্যাবে সাদা ছিল নিয়ন্ত্রণ বস্তু। অর্থাৎ, গবেষকরা তুলনা করার জন্য একটি সাদা বস্তুর সঙ্গে ল্যাবের প্রতিটি রংকে যুক্ত করেন। কিন্তু ল্যাবে মশারা তাদের পছন্দসই রঙের মুখোমুখি হলেও সাদা বস্তুটি এড়িয়ে চলে যায়।

মশা যেহেতু শীতল রক্তের প্রাণী। এরা শীতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। তাই জীবন বাঁচাতে প্রাণীটি হাইবারনেশন বা শীত নিদ্রায় চলে যায়। মশা একটানা ছয় মাস পর্যন্ত এই শীত নিদ্রা চালিয়ে যেতে পারে। শীত কমার সঙ্গে সঙ্গে এরা বিভিন্ন গর্ত থেকে নিদ্রা ভেঙে মানুষের রক্ত শুষে নেয়া শুরু করে।

ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের বাহক মশা। তাই নিজেকে সুরক্ষিত রাখতে এবার থেকে পোশাকের রঙ নির্বাচনেও সচেতন হোন। গাঢ় রঙের পোশাক এড়িয়ে চলুন, বেছে নিন সাদা বা হালকা বর্ণের কাপড়। গবেষণালব্ধ এই তথ্য ব্যবহার করেই আপনি মশার কামড় থেকে বাঁচতে পারেন সহজেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক মাধ্যমে অপপ্রচারে জর্জরিত দেশের শিল্পাঙ্গন বিনোদন প্রতিবেদন

যে রঙের পোশাক পরলে মশা আপনাকে ভুলেও কামড়াবে না!

আপডেট সময় : ০৮:৫৪:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
অন্যান্য ঋতুর তুলনায় গ্রীষ্মকালে মশার উপদ্রব একটু বেশি থাকে। অনেকেই নানা পদ্ধতিতে মশা তাড়ানোর চেষ্টা করেন, কিন্তু জানেন কি, আপনার পোশাকের রঙই মশার আকর্ষণ বা অনীহার বড় কারণ হতে পারে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এমনই এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন, যা বলছে কিছু নির্দিষ্ট রঙ মশা আপনার কাছ থেকে দূরে রাখবে, আবার কিছু রঙ মশাকে টেনে আনবে আপনার দেহের খুব কাছাকাছি।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, চারটি রং মশার কামড় থেকে মানুষকে রক্ষা করতে পারে। আবার এমন কিছু রং আছে, যা মশাদের আকৃষ্ট করে।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী বলছেন, মশারা লাল, কমলা, কালো এবং নীলচে সবুজ রং পছন্দ করে। তবে লাল রংকে মশা সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। এছাড়া কালো রঙও মশার খুব প্রিয়। কারণ মশারা গাড়ো রঙের প্রতি আকৃষ্ট হয়। এর আগে ১৯৪০ সালে গবেষকরা দেখিয়েছিলেন, মশা সাদার উপর একটি কালো রেখাকে অনুসরণ করতে পারে।

অন্যদিকে, মশারা নীল, সবুজ, বেগুনি এবং সাদা রঙে আগ্রহ দেখায়নি। গবেষণায় মশার অপ্রিয় রঙ ছিল নীল। বিজ্ঞানীদের মতে, একটি রং কতটা গাড়ো তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। উদাহরণস্বরূপ, নেভি ব্লু তাপ শোষণ করে যা মশাকে আকর্ষণ করে। এজন্য বিজ্ঞানীরা মশার কামড় থেকে বাঁচতে হালকা রঙের পোশাক পড়ার পরামর্শ দিয়েছেন।

গবেষণায় মশা মানুষের খালি হাতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু বিজ্ঞানীরা যখন সে হাতে সবুজ গ্লাভস পরান, তখন মশাগুলো উড়ে যায়। এছাড়া বেগুনী রঙের প্রতিও মশা বেশ অনীহা প্রকাশ করে। এদিকে গবেষণা ল্যাবে সাদা ছিল নিয়ন্ত্রণ বস্তু। অর্থাৎ, গবেষকরা তুলনা করার জন্য একটি সাদা বস্তুর সঙ্গে ল্যাবের প্রতিটি রংকে যুক্ত করেন। কিন্তু ল্যাবে মশারা তাদের পছন্দসই রঙের মুখোমুখি হলেও সাদা বস্তুটি এড়িয়ে চলে যায়।

মশা যেহেতু শীতল রক্তের প্রাণী। এরা শীতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। তাই জীবন বাঁচাতে প্রাণীটি হাইবারনেশন বা শীত নিদ্রায় চলে যায়। মশা একটানা ছয় মাস পর্যন্ত এই শীত নিদ্রা চালিয়ে যেতে পারে। শীত কমার সঙ্গে সঙ্গে এরা বিভিন্ন গর্ত থেকে নিদ্রা ভেঙে মানুষের রক্ত শুষে নেয়া শুরু করে।

ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের বাহক মশা। তাই নিজেকে সুরক্ষিত রাখতে এবার থেকে পোশাকের রঙ নির্বাচনেও সচেতন হোন। গাঢ় রঙের পোশাক এড়িয়ে চলুন, বেছে নিন সাদা বা হালকা বর্ণের কাপড়। গবেষণালব্ধ এই তথ্য ব্যবহার করেই আপনি মশার কামড় থেকে বাঁচতে পারেন সহজেই।