হায়দরাবাদে নিজেদের বাইক ট্যাক্সি পরিষেবার প্রচার করছে উবার। সেই কাজে আইপিএলকে বেছে নিয়েছে তারা। একটি বিজ্ঞাপন করেছে তারা। সেখানে দেখা যাচ্ছে, বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচের আগে বেঙ্গালুরুর স্টেডিয়ামে লুকিয়ে ঢুকে পড়েছেন ট্রেভিস হেড। স্টেডিয়ামে যেখানে বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ লেখা সেখানে গিয়ে তিনি বেঙ্গালুরুর উপরে ‘রয়্যালি চ্যালেঞ্জড’ কথাটি লিখেছেন।
ঠিক তখনই স্টেডিয়ামের এক নিরাপত্তারক্ষী হেডকে দেখে ফেলেন। তাঁকে দেখে উবর বাইকে চেপে স্টেডিয়াম থেকে বেরিয়ে যান হেড। তাঁকে নিরাপত্তারক্ষীরা ধরতে পারেননি। উবর বাইকের পরিষেবা কত দ্রুত সেটা দেখাতেই এই বিজ্ঞাপন করা হয়েছে।
বেঙ্গালুরুর অভিযোগ, এই বিজ্ঞাপন কেবলমাত্র প্রচারের জন্য হয়নি। তার মাধ্যমে বেঙ্গালুরুর মানহানি করার চেষ্টা হয়েছে। ১৩ মে বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচ রয়েছে। তার আগে এই ধরনের বিজ্ঞাপন করে বেঙ্গালুরুর সমর্থকদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। তাই বিজ্ঞাপন তুলে নেওয়ার দাবি করেছে বেঙ্গালুরু।