শিরোনাম :
Logo রাবিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ ফর ইকোনোমিক রেভ্যুলেশন’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার Logo গম আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর Logo জুলাই শহীদদের স্মরণে ঝিনাইদহে কৃষকদলের বৃক্ষরোপণ Logo আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ১৫ অক্টোবর Logo বিষাক্ত মদ খেয়ে খুলনায় ৫ জনের মৃত্যুর Logo কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি Logo দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা Logo বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে টেক্সটাইল শিক্ষার্থীর মৃত্যু Logo ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যু: তথ্য চেয়ে তদন্ত কমিটির গণবিজ্ঞপ্তি প্রকাশ Logo আবারও মুজিববাদী-ভারতপন্থি শক্তি সক্রিয় হচ্ছে : সারজিস আলম

আলোচনার উদ্যোগের পর ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার (৯ এপ্রিল) নতুন এই নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার পরিকল্পনার কথা জানানোর পর এ নিষেধাজ্ঞা জারি করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচিকে সহায়তা করার জন্য দেশটির পাঁচটি সংস্থা ও একজন ব্যক্তিকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো -ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা।

নিষিদ্ধ ঘোষিত এই গোষ্ঠীগুলো এর আগেও নিষেধাজ্ঞার আওতায় থাকা দুটি প্রতিষ্ঠানের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ।

ওই দুটি প্রতিষ্ঠান হলো-ইরানের পরমাণু শক্তি সংস্থা এবং এর অধীন ইরান সেন্ট্রিফিউজ টেকনোলজি কোম্পানি।

এছাড়া বিদেশ থেকে পারমাণবিক যন্ত্রাংশ সংগ্রহে সহায়তাকারী মাজিদ মোসাল্লাত নামক ব্যক্তিকে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। তিনি অ্যাটবিন ইস্তা টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলে জানা গেছে।

ট্রাম্প এর আগে ঘোষণা দিয়েছেন, তিনি ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আলোচনা হবে পরোক্ষ এবং তা ওমানে অনুষ্ঠিত হবে।

এই নিষেধাজ্ঞার ব্যাপক সমালোচনা চলছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পারমাণবিক আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন, রাশিয়া এবং ইরান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ ফর ইকোনোমিক রেভ্যুলেশন’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

আলোচনার উদ্যোগের পর ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৫:৪১:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার (৯ এপ্রিল) নতুন এই নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার পরিকল্পনার কথা জানানোর পর এ নিষেধাজ্ঞা জারি করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচিকে সহায়তা করার জন্য দেশটির পাঁচটি সংস্থা ও একজন ব্যক্তিকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো -ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা।

নিষিদ্ধ ঘোষিত এই গোষ্ঠীগুলো এর আগেও নিষেধাজ্ঞার আওতায় থাকা দুটি প্রতিষ্ঠানের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ।

ওই দুটি প্রতিষ্ঠান হলো-ইরানের পরমাণু শক্তি সংস্থা এবং এর অধীন ইরান সেন্ট্রিফিউজ টেকনোলজি কোম্পানি।

এছাড়া বিদেশ থেকে পারমাণবিক যন্ত্রাংশ সংগ্রহে সহায়তাকারী মাজিদ মোসাল্লাত নামক ব্যক্তিকে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। তিনি অ্যাটবিন ইস্তা টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলে জানা গেছে।

ট্রাম্প এর আগে ঘোষণা দিয়েছেন, তিনি ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আলোচনা হবে পরোক্ষ এবং তা ওমানে অনুষ্ঠিত হবে।

এই নিষেধাজ্ঞার ব্যাপক সমালোচনা চলছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পারমাণবিক আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন, রাশিয়া এবং ইরান।