শিরোনাম :
Logo বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর Logo ব্যানসন গ্ৰুপের কোনো ঘরবাড়ি থাকবে না; রাবি ছাত্রদলের আহ্বায়ক রাহী Logo নতুন পোপ নির্বাচিত হবে যেভাবে Logo শুল্কযুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন Logo পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Logo পারভেজ হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন Logo পঞ্চগড়ে ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক নিহত, আহত সহকারী Logo সড়ক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চাঁদপুর সওজ বিভাগ Logo জাবিতে বটতলাসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ওয়াশরুম স্থাপনের দাবি লাল সবুজের Logo যবিপ্রবিতে সক্রিয় তেল চুরির সিন্ডিকেট, হাতেনাতে ধরা

পিঠের ব্যথায় আরাম পেতে ৫টি সহজ ব্যায়াম !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৫:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অনেকেই কোমরের ব্যথা, হাঁটুর যন্ত্রণায় ভোগেন। কয়েকটি সহজ ব্যায়াম করে এর হাত থেকে খানিকটা রেহাই পেতে পারেন। এতে পায়ের পেশী শক্তিশালী হবে এবং রক্ত সঞ্চালনও বাড়বে।

আঙুল দিয়ে মেঝে আঁকড়ে ধরার চেষ্টা : প্রথমে সোজা হয়ে দাঁড়ান। এবার হাঁটু সামান্য মুড়ে নিচু হন। এর পর পায়ের আঙুল দিয়ে মেঝে আঁকড়ে ধরার চেষ্টা করুন। তিন মিনিট এ ভাবে থেকে ফের আগের পজিশনে চলে আসুন। একসঙ্গে ১০ বার করে দিনে তিন বার এই ব্যায়াম করুন।

আঙুলে ভর দিয়ে হাঁটা : পায়ের আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়ান। এ ভাবেই ২০ সেকেন্ড ধরে হেঁটে বেড়ান। খানিকটা বিশ্রাম নিন। ফের শুরু করুন আঙুলে ভর দিয়ে হাঁটা। এ ভাবে মোট পাঁচ বার ব্যায়ামটা করুন। প্রতি বারের ফাঁকে বিশ্রাম নিতে ভুলবেন না। দিনে দু’বার এটি করুন। এতে পায়ে পেশী ও লিগামেন্টের শক্তি বাড়বে।

গোড়ালিল ব্যায়াম : চিৎ হয়ে শুয়ে পড়ুন। এ বার গোড়ালি শূন্যে তুলে তা ১০ সেকেন্ড ধরে ক্লকওয়াইজ ঘোরাতে থাকুন। এ বার একই সময় ধরে গোড়ালিটা অ্যান্টি-ক্লকওয়াইজ ঘোরান। এ ভাবে দিনে দু’বার এই ব্যায়াম করুন।

স্ট্রেচ করা : পা ছড়িয়ে মেঝেতে বসুন। একটা রেসিস্ট্যান্ট ব্যান্ড কোনও চেয়ারে বা হাতে জড়িয়ে নিন। রেসিস্ট্যান্ট ব্যান্ড না থাকলে কোনও দড়িও ব্যবহার করতে পারেন। রেসিস্ট্যান্ট ব্যান্ডটি পায়ের আঙুলে জড়িয়ে টানতে থাকুন। একই সময় পা সামনের দিকে স্ট্রেচ করার চেষ্টা করুন। এ ভাবে পাঁচ সেকেন্ড থাকুন। এ বার পা সোজা করে নিন। এভাবে দশ বার করুন।

আঙুলের ব্যায়াম : পায়ের আঙুল দিয়ে কোনও কলম বা পেন্সিল তুলে ধরুন। ১০ সেকেন্ড এভাবেই থাকুন। এর পর আগের অবস্থায় ফিরে যান। দু’পায়ে পাঁচ বার করে ব্যায়ামটি সপ্তাহে দুই তিন বার করুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর

পিঠের ব্যথায় আরাম পেতে ৫টি সহজ ব্যায়াম !

আপডেট সময় : ০৬:২৫:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

অনেকেই কোমরের ব্যথা, হাঁটুর যন্ত্রণায় ভোগেন। কয়েকটি সহজ ব্যায়াম করে এর হাত থেকে খানিকটা রেহাই পেতে পারেন। এতে পায়ের পেশী শক্তিশালী হবে এবং রক্ত সঞ্চালনও বাড়বে।

আঙুল দিয়ে মেঝে আঁকড়ে ধরার চেষ্টা : প্রথমে সোজা হয়ে দাঁড়ান। এবার হাঁটু সামান্য মুড়ে নিচু হন। এর পর পায়ের আঙুল দিয়ে মেঝে আঁকড়ে ধরার চেষ্টা করুন। তিন মিনিট এ ভাবে থেকে ফের আগের পজিশনে চলে আসুন। একসঙ্গে ১০ বার করে দিনে তিন বার এই ব্যায়াম করুন।

আঙুলে ভর দিয়ে হাঁটা : পায়ের আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়ান। এ ভাবেই ২০ সেকেন্ড ধরে হেঁটে বেড়ান। খানিকটা বিশ্রাম নিন। ফের শুরু করুন আঙুলে ভর দিয়ে হাঁটা। এ ভাবে মোট পাঁচ বার ব্যায়ামটা করুন। প্রতি বারের ফাঁকে বিশ্রাম নিতে ভুলবেন না। দিনে দু’বার এটি করুন। এতে পায়ে পেশী ও লিগামেন্টের শক্তি বাড়বে।

গোড়ালিল ব্যায়াম : চিৎ হয়ে শুয়ে পড়ুন। এ বার গোড়ালি শূন্যে তুলে তা ১০ সেকেন্ড ধরে ক্লকওয়াইজ ঘোরাতে থাকুন। এ বার একই সময় ধরে গোড়ালিটা অ্যান্টি-ক্লকওয়াইজ ঘোরান। এ ভাবে দিনে দু’বার এই ব্যায়াম করুন।

স্ট্রেচ করা : পা ছড়িয়ে মেঝেতে বসুন। একটা রেসিস্ট্যান্ট ব্যান্ড কোনও চেয়ারে বা হাতে জড়িয়ে নিন। রেসিস্ট্যান্ট ব্যান্ড না থাকলে কোনও দড়িও ব্যবহার করতে পারেন। রেসিস্ট্যান্ট ব্যান্ডটি পায়ের আঙুলে জড়িয়ে টানতে থাকুন। একই সময় পা সামনের দিকে স্ট্রেচ করার চেষ্টা করুন। এ ভাবে পাঁচ সেকেন্ড থাকুন। এ বার পা সোজা করে নিন। এভাবে দশ বার করুন।

আঙুলের ব্যায়াম : পায়ের আঙুল দিয়ে কোনও কলম বা পেন্সিল তুলে ধরুন। ১০ সেকেন্ড এভাবেই থাকুন। এর পর আগের অবস্থায় ফিরে যান। দু’পায়ে পাঁচ বার করে ব্যায়ামটি সপ্তাহে দুই তিন বার করুন।