শিরোনাম :
Logo বিজেপি’র (চাঁদপুর-৩ আসনে) এমপি প্রার্থী টকশো ব্যক্তিত্ব উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা Logo সারাদেশে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা Logo জবিতে রাজনৈতিক কর্মকাণ্ডে অছাত্রদের প্রবেশ নিষিদ্ধের দাবি Logo ইবিতে খেলাকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলা Logo বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ Logo দেশব্যাপী হত্যাকাণ্ড এবং চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় তীব্র প্রতিবাদ Logo উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে মহিলা দলের বিশাল গনমিছিল Logo কচুয়ায় বিএনপির উদ্যোগে লিফলেট বিতরন ও মিছিল Logo চাঁদপুরে খতিবের উপর হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত

স্বাস্থ্যনীতি বাঁচিয়ে রাখতে ওবামার আহ্বান!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৭:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭
  • ৭৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটিক পার্টির শীর্ষ পর্যায়ের আইনপ্রণেতাদের প্রতি তার প্রবর্তিত স্বাস্থ্যনীতি বাঁচিয়ে রাখার জন্য জোর প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার টিম নতুন সরকারের শুরুতে ওবামার স্বাস্থ্যনীতি বাতিলের ঘোষণা দিয়েছে। এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য ডেমোক্রেটিক আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ওবামা।

বুধবার আকস্মিকভাবে ক্যাপিটল হিলে যান ওবামা। সেখানে প্রায় দুই ঘণ্টা ডেমোক্রেটিক আইনপ্রণেতাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেন তিনি। ওবামা চাইছেন, ডেমোক্র্যাট আইনপ্রণেতারা তার স্বাক্ষরিত স্বাস্থ্যনীতির পক্ষে সমবেত প্রচেষ্টা চালাবেন।

একই দিন কংগ্রেসে ছিলেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি তার দলকে জানান, তারা ওবামাকেয়ার বাতিল করবেন।

ওবামাকেয়ারের আওতায় ২ কোটি মার্কিন স্বাস্থ্যবিমার অধীনে এসেছে। ‘২০১০ অ্যাফোর্ড্যাবল কেয়ার অ্যাক্ট ল’ নামে যে স্বাস্থ্যনীতি প্রবর্তন করেন ওবামা, তা ওবামাকেয়ার নামে পরিচিতি পায়। এই স্বাস্থ্যনীতির অধীনে ইস্যুরেন্স পলিসির বিরোধিতা করে আসছে রিপাবলিকানরা।

ডেমোক্রেটিক আইনপ্রণেতা এলিজাহ কামিং জানিয়েছেন, ক্যাপিটল হিলে এসে স্বাস্থ্যনীতির পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ওবামা। এ ছাড়া অন্য আইনপ্রণেতাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন ওবামা।

এরই মধ্যে রিপাবলিকান আইনপ্রণেতারা সিনেটে ওবামাকেয়ার বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। ওবামাকেয়ারের তহবিল বন্ধ করতে একটি বাজেট প্রস্তাবের ওপর ভোট দেয় সিনেট, যেখানে এ নিয়ে বিতর্ক শুরু হওয়ার পক্ষে ৫১ ভোট পড়েছে এবং বিপক্ষে পড়েছে ৪৮ ভোট।

ওবামাকেয়ারের মূল বিষয়গুলো হলো : যুক্তরাষ্ট্রে সবার জন্য স্বাস্থ্যবিমা নিশ্চিতকরণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যবিমায় অংশগ্রহণ, ৫০ জন কর্মী আছেন- এমন সব প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিমা চালুকরণ, ২৬ বছরের কম বয়সি সন্তানরা বাবা-মায়ের বিমান অধীনে থাকবেন।
ট্রাম্প এই নীতির বিরোধিতা করে এর চেয়েও ভালো স্বাস্থ্যনীতি প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার স্বাস্থ্যনীতির সুস্পষ্ট রূপরেখা এখনো প্রস্তাব করা হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিজেপি’র (চাঁদপুর-৩ আসনে) এমপি প্রার্থী টকশো ব্যক্তিত্ব উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা

স্বাস্থ্যনীতি বাঁচিয়ে রাখতে ওবামার আহ্বান!

আপডেট সময় : ১২:৫৭:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটিক পার্টির শীর্ষ পর্যায়ের আইনপ্রণেতাদের প্রতি তার প্রবর্তিত স্বাস্থ্যনীতি বাঁচিয়ে রাখার জন্য জোর প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার টিম নতুন সরকারের শুরুতে ওবামার স্বাস্থ্যনীতি বাতিলের ঘোষণা দিয়েছে। এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য ডেমোক্রেটিক আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ওবামা।

বুধবার আকস্মিকভাবে ক্যাপিটল হিলে যান ওবামা। সেখানে প্রায় দুই ঘণ্টা ডেমোক্রেটিক আইনপ্রণেতাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেন তিনি। ওবামা চাইছেন, ডেমোক্র্যাট আইনপ্রণেতারা তার স্বাক্ষরিত স্বাস্থ্যনীতির পক্ষে সমবেত প্রচেষ্টা চালাবেন।

একই দিন কংগ্রেসে ছিলেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি তার দলকে জানান, তারা ওবামাকেয়ার বাতিল করবেন।

ওবামাকেয়ারের আওতায় ২ কোটি মার্কিন স্বাস্থ্যবিমার অধীনে এসেছে। ‘২০১০ অ্যাফোর্ড্যাবল কেয়ার অ্যাক্ট ল’ নামে যে স্বাস্থ্যনীতি প্রবর্তন করেন ওবামা, তা ওবামাকেয়ার নামে পরিচিতি পায়। এই স্বাস্থ্যনীতির অধীনে ইস্যুরেন্স পলিসির বিরোধিতা করে আসছে রিপাবলিকানরা।

ডেমোক্রেটিক আইনপ্রণেতা এলিজাহ কামিং জানিয়েছেন, ক্যাপিটল হিলে এসে স্বাস্থ্যনীতির পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ওবামা। এ ছাড়া অন্য আইনপ্রণেতাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন ওবামা।

এরই মধ্যে রিপাবলিকান আইনপ্রণেতারা সিনেটে ওবামাকেয়ার বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। ওবামাকেয়ারের তহবিল বন্ধ করতে একটি বাজেট প্রস্তাবের ওপর ভোট দেয় সিনেট, যেখানে এ নিয়ে বিতর্ক শুরু হওয়ার পক্ষে ৫১ ভোট পড়েছে এবং বিপক্ষে পড়েছে ৪৮ ভোট।

ওবামাকেয়ারের মূল বিষয়গুলো হলো : যুক্তরাষ্ট্রে সবার জন্য স্বাস্থ্যবিমা নিশ্চিতকরণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যবিমায় অংশগ্রহণ, ৫০ জন কর্মী আছেন- এমন সব প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিমা চালুকরণ, ২৬ বছরের কম বয়সি সন্তানরা বাবা-মায়ের বিমান অধীনে থাকবেন।
ট্রাম্প এই নীতির বিরোধিতা করে এর চেয়েও ভালো স্বাস্থ্যনীতি প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার স্বাস্থ্যনীতির সুস্পষ্ট রূপরেখা এখনো প্রস্তাব করা হয়নি।