শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

বুক ফাটে তো মুখ ফোটে না?

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৫৫:২৭ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘ভালোবাসাবাসির জন্যে অনন্তকাল প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট।’- হুমায়ূন আহমেদের বলা এই কথার সঙ্গে হয়তো আপনিও একমত। কিন্তু নিজের মনের কথা বলতে পারেন না গুছিয়ে। বুক ফাটে তো মুখ ফোটে না। তাই সেই সুন্দর মুহূর্তটিও ধরা দিচ্ছে না আপনার জীবনে।

ভালোবাসা দিবসেই আপনি চাইছেন এরকম একটি মুহূর্ত আপনার জীবনে আসুক? এই বিশেষ দিনেই প্রিয়জনকে জানাতে চান আপনার মনের কথা? কিন্তু কিছুতেই ভেবে পাচ্ছেন না কীভাবে বলবেন? চলুন জেনে নেওয়া যাক কয়েকটি ভিন্ন উপায়-

* এফএম রেডিও : আজকাল অনেকেই নিয়মিত এফএম রেডিও শোনেন। কৌশলে জেনে নিন আপনার ভালোবাসার মানুষটির পছন্দের রেডিও অনুষ্ঠানের নাম ও সময়। এরপর অনুষ্ঠানের ফোন নম্বরটি সংগ্রহ করে এফএম রেডিওর মাধ্যমে জানিয়ে দিন আপনার না-বলা কথা। এক্ষেত্রে আপনাকে সাহায্য করবেন রেডিও জকি।

* কেকের ওপর লিখে দিন : যদি কেক বানাতে পারেন তাহলে হৃদয় আকৃতির একটি কেক বানিয়ে ফেলুন। কেকের ওপর চকলেট সস ঢেলে জেমস বা চেরি দিয়ে সাজিয়ে নিন। তারপর সুন্দর করে লিখে দিন নিজের মনের কথা।

* ফেসবুক বা হোয়াটসঅ্যাপের সাহায্য নিন : আপনার না-বলা কথা দিয়ে বানিয়ে ফেলুন একটি ভিডিও। সঙ্গে যোগ করতে পারেন দুজনার ছবিও। তারপর পাঠিয়ে দিন মনের মানুষটিকে। বিভিন্ন অ্যাপের সাহায্যে আপনি নিজেই ভিডিও বানাতে পারবেন। যদি না পারেন তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন আপনার মনের কথা।

* গান গেয়ে শোনাতে পারেন : আপনি যদি গান গাইতে পারেন তাহলে প্রিয়জনকে উদ্দেশ্য করে একটি ভালোবাসার গান গাইতে পারেন। কিংবা যদি বাজাতে পারেন গিটার তাহলে গিটারে তুলুন কোনো ভালোবাসার সুর।

* আবৃত্তি করুন কবিতা : গান বা বাজনা কোনোটাই আপনার দ্বারা হয় না। কিন্তু আবৃত্তি করতে পারেন চমৎকার। তাহলে আর দেরি কেন? রোমান্টিক একটা কবিতা নিয়ে হাজির হয়ে যান প্রিয়জনের সামনে। তার বুঝে নিতে সময় লাগবে না।

* ক্যাণ্ডেল দিয়ে : এভাবে ভালোবাসা প্রকাশের জন্য দরকার হবে বাড়ির ছাদ বা বাগান।  বিভিন্ন শো-পিসের দোকানে হার্ট শেপের খুব সুন্দর সুন্দর মোমবাতি অর্থাৎ ক্যান্ডেল পাওয়া যায়। সেই সঙ্গে পাওয়া যায় মাটির নানারকম পাত্র। এরকম মাটির পাত্রে পানি দিয়ে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিন। তারপর ক্যান্ডেলগুলো পানিতে ভাসিয়ে দিন। এবার জ্বালিয়ে দিন ক্যান্ডেলগুলো। এমন চমৎকার আবহ থাকলে ভালোবাসা প্রকাশের জন্য আর কোনো ভাষার প্রয়োজনই পড়বে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

বুক ফাটে তো মুখ ফোটে না?

আপডেট সময় : ০৫:৫৫:২৭ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

‘ভালোবাসাবাসির জন্যে অনন্তকাল প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট।’- হুমায়ূন আহমেদের বলা এই কথার সঙ্গে হয়তো আপনিও একমত। কিন্তু নিজের মনের কথা বলতে পারেন না গুছিয়ে। বুক ফাটে তো মুখ ফোটে না। তাই সেই সুন্দর মুহূর্তটিও ধরা দিচ্ছে না আপনার জীবনে।

ভালোবাসা দিবসেই আপনি চাইছেন এরকম একটি মুহূর্ত আপনার জীবনে আসুক? এই বিশেষ দিনেই প্রিয়জনকে জানাতে চান আপনার মনের কথা? কিন্তু কিছুতেই ভেবে পাচ্ছেন না কীভাবে বলবেন? চলুন জেনে নেওয়া যাক কয়েকটি ভিন্ন উপায়-

* এফএম রেডিও : আজকাল অনেকেই নিয়মিত এফএম রেডিও শোনেন। কৌশলে জেনে নিন আপনার ভালোবাসার মানুষটির পছন্দের রেডিও অনুষ্ঠানের নাম ও সময়। এরপর অনুষ্ঠানের ফোন নম্বরটি সংগ্রহ করে এফএম রেডিওর মাধ্যমে জানিয়ে দিন আপনার না-বলা কথা। এক্ষেত্রে আপনাকে সাহায্য করবেন রেডিও জকি।

* কেকের ওপর লিখে দিন : যদি কেক বানাতে পারেন তাহলে হৃদয় আকৃতির একটি কেক বানিয়ে ফেলুন। কেকের ওপর চকলেট সস ঢেলে জেমস বা চেরি দিয়ে সাজিয়ে নিন। তারপর সুন্দর করে লিখে দিন নিজের মনের কথা।

* ফেসবুক বা হোয়াটসঅ্যাপের সাহায্য নিন : আপনার না-বলা কথা দিয়ে বানিয়ে ফেলুন একটি ভিডিও। সঙ্গে যোগ করতে পারেন দুজনার ছবিও। তারপর পাঠিয়ে দিন মনের মানুষটিকে। বিভিন্ন অ্যাপের সাহায্যে আপনি নিজেই ভিডিও বানাতে পারবেন। যদি না পারেন তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন আপনার মনের কথা।

* গান গেয়ে শোনাতে পারেন : আপনি যদি গান গাইতে পারেন তাহলে প্রিয়জনকে উদ্দেশ্য করে একটি ভালোবাসার গান গাইতে পারেন। কিংবা যদি বাজাতে পারেন গিটার তাহলে গিটারে তুলুন কোনো ভালোবাসার সুর।

* আবৃত্তি করুন কবিতা : গান বা বাজনা কোনোটাই আপনার দ্বারা হয় না। কিন্তু আবৃত্তি করতে পারেন চমৎকার। তাহলে আর দেরি কেন? রোমান্টিক একটা কবিতা নিয়ে হাজির হয়ে যান প্রিয়জনের সামনে। তার বুঝে নিতে সময় লাগবে না।

* ক্যাণ্ডেল দিয়ে : এভাবে ভালোবাসা প্রকাশের জন্য দরকার হবে বাড়ির ছাদ বা বাগান।  বিভিন্ন শো-পিসের দোকানে হার্ট শেপের খুব সুন্দর সুন্দর মোমবাতি অর্থাৎ ক্যান্ডেল পাওয়া যায়। সেই সঙ্গে পাওয়া যায় মাটির নানারকম পাত্র। এরকম মাটির পাত্রে পানি দিয়ে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিন। তারপর ক্যান্ডেলগুলো পানিতে ভাসিয়ে দিন। এবার জ্বালিয়ে দিন ক্যান্ডেলগুলো। এমন চমৎকার আবহ থাকলে ভালোবাসা প্রকাশের জন্য আর কোনো ভাষার প্রয়োজনই পড়বে না।