শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

বলিউডের যে সব তারকারা গর্ভভাড়া করে সন্তান নিয়েছেন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৫:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতে বিদেশি, সিঙ্গেল, সমকামী বা লিভ-ইন পার্টনারদের সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়া অবৈধ- ২০১৬ সালে ভারতের লোকসভায় পাশ হওয়া বিলে এই কথা বলা হয়েছে। আর এই বিলটি আইনে পরিণত হওয়ার আগেই বলিউডের কতিপয় তারকা ইতিমধ্যে গর্ভভাড়া করে সন্তান নিয়েছেন। তাদের মধ্যে আছেন-

১. শাহরুখ খান: শাহরুখ-গৌরীর এমনিতেই দুই সন্তান ছিল। তারপরও ২০১৩ সালে তারা গর্ভভাড়া করে তৃতীয় সন্তান নেন। সেই সন্তানের নাম আবরাম।
২. করণ জোহর: চলচ্চিত্র নির্মাতা করণ জোহর গত ৫ মার্চ নিজেই জানিয়েছেন দুই সন্তানের বাবা হওয়ার খবর। তবে বিপরীত লিঙ্গের কাউকে বিয়ে করে তিনি জনক হননি। তার পক্ষে তা হয়ত সম্ভবও নয়, কারণ, ৪৪ বছর বয়সি এই পরিচালক সমকামী। সারোগেসি বিল ভারতের রাজ্যসভায় পাশ হলেই তা আইনের মর্যাদা পাবে৷ আইন হয়ে গেলে করণ জোহর এভাবে সন্তান নিতে পারতেন না।
৩. সোহেল খান: ২০০০ সালে সালমান খানের ছোট ভাই সোহেল খান সারোগেট মাদারের মাধ্যমে বাবা হয়েছেন। তার আগেও তার দু’টি সন্তান ছিল। স্ত্রী সীমা খানের গর্ভের দুই সন্তানের পরও গর্ভ ভাড়া করে নির্ভানাকে পান তারা।
৪. আমীর খান: আমীর খানের আগের স্ত্রীর ঘরে তাঁর দু’টি সন্তান রয়েছে। ফলে প্রস্তাবিত আইন অনুযায়ী তাঁরও ‘সারোগেট চাইল্ড’ নিতে পারার কথা নয়। কিন্তু বর্তমান স্ত্রী কিরণ রাও একাধিকবার গর্ভ ধারণে ব্যর্থ হওয়ায় ২০১১ সালে আমীরও সন্তান নিয়েছেন এভাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

বলিউডের যে সব তারকারা গর্ভভাড়া করে সন্তান নিয়েছেন !

আপডেট সময় : ১১:৩৫:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

ভারতে বিদেশি, সিঙ্গেল, সমকামী বা লিভ-ইন পার্টনারদের সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়া অবৈধ- ২০১৬ সালে ভারতের লোকসভায় পাশ হওয়া বিলে এই কথা বলা হয়েছে। আর এই বিলটি আইনে পরিণত হওয়ার আগেই বলিউডের কতিপয় তারকা ইতিমধ্যে গর্ভভাড়া করে সন্তান নিয়েছেন। তাদের মধ্যে আছেন-

১. শাহরুখ খান: শাহরুখ-গৌরীর এমনিতেই দুই সন্তান ছিল। তারপরও ২০১৩ সালে তারা গর্ভভাড়া করে তৃতীয় সন্তান নেন। সেই সন্তানের নাম আবরাম।
২. করণ জোহর: চলচ্চিত্র নির্মাতা করণ জোহর গত ৫ মার্চ নিজেই জানিয়েছেন দুই সন্তানের বাবা হওয়ার খবর। তবে বিপরীত লিঙ্গের কাউকে বিয়ে করে তিনি জনক হননি। তার পক্ষে তা হয়ত সম্ভবও নয়, কারণ, ৪৪ বছর বয়সি এই পরিচালক সমকামী। সারোগেসি বিল ভারতের রাজ্যসভায় পাশ হলেই তা আইনের মর্যাদা পাবে৷ আইন হয়ে গেলে করণ জোহর এভাবে সন্তান নিতে পারতেন না।
৩. সোহেল খান: ২০০০ সালে সালমান খানের ছোট ভাই সোহেল খান সারোগেট মাদারের মাধ্যমে বাবা হয়েছেন। তার আগেও তার দু’টি সন্তান ছিল। স্ত্রী সীমা খানের গর্ভের দুই সন্তানের পরও গর্ভ ভাড়া করে নির্ভানাকে পান তারা।
৪. আমীর খান: আমীর খানের আগের স্ত্রীর ঘরে তাঁর দু’টি সন্তান রয়েছে। ফলে প্রস্তাবিত আইন অনুযায়ী তাঁরও ‘সারোগেট চাইল্ড’ নিতে পারার কথা নয়। কিন্তু বর্তমান স্ত্রী কিরণ রাও একাধিকবার গর্ভ ধারণে ব্যর্থ হওয়ায় ২০১১ সালে আমীরও সন্তান নিয়েছেন এভাবে।