নিউজ ডেস্ক:
দুর্ভিক্ষে দুই দিনে দক্ষিণ সোমালিয়ায় অন্তত ১১০ জন মারা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, তীব্র ক্ষরায় দক্ষিণ সোমালিয়ার পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে ডায়ারিয়ার প্রাদুর্ভাব। ফেব্রুয়ারি মাসেই জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এক পূর্বাভাসে বলেছিল, ক্ষরায় এবছর অন্তত ২৭ হাজার শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হতে পারে।
রয়টার্সের এক খবরে জানা যায়, দেশটির প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের গতকাল শনিবার বলেছেন, সেখানে খাদ্যঘাটতি অনেক বেশি। তীব্র ক্ষরায় খামারি ও তাদের পশুদের বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এর আগে ২০১১ সালে দুর্ভিক্ষে সোমালিয়ায় অন্তত ২ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।