নিউজ ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার সংলগ্ন দনিয়া এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বুধবার ভোররাতে বাড়িটি ঘিরে ফেলে র্যাব। এরপর ওই বাড়িটিতে র্যাব অভিযান চালায়। অভিযানে চারজনকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
আটককৃতদের মধ্যে জেএমবি নেতা আশফাক-ই-আজমও রয়েছেন। জেএমবি’র সরোয়ার-তামিম গ্রুপের আইটি প্রধান হিসেবে কাজ করতেন আজম।এ বিষয়ে র্যাবের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রইসুল আজম জানান, “ওই বাড়িটিতে জঙ্গি আস্তানা রয়েছে এমন সন্দেহের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে। ”
বুধবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত যাত্রাবাড়ীর দনিয়া একে হাইস্কুল মাঠের পাশের ওই বাড়িতে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
আটকের পর জঙ্গিদের র্যাব-১০ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।