শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

ওদেরও যেন বিশেষ দিন

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৪৭:০২ অপরাহ্ণ, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ঘুরতে। সেটা ২০০৭ সালের কথা। জাপানি নাগরিক ম্যা ওয়াতানবে তখনই বাংলাদেশের প্রেমে পড়েন। ভালোবেসে ফেলেন এ দেশের জল, মাটি ও মানুষকে। আর তখনই ঠিক করেছিলেন এ দেশেই থাকবেন। আছেনও আড়াই বছর ধরে। পেশায় অ্যানিমেটর। যতই দিন যাচ্ছে, তাঁর কাছে বাংলাদেশ নতুন নতুন বিস্ময়ের জন্ম দিচ্ছে। ম্যা ওয়াতানবে বলেন, ‘এই দেশ, এ দেশের মানুষ, সংস্কৃতি নিয়ে তেমন কিছুই জানতাম না। এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের সরলতা ও অতিথিপরায়ণতা দেখে মুগ্ধ হয়েছি। বিভিন্ন বিশেষ দিনে মানুষের সাজ-পোশাকও চোখে পড়ার মতো।’
১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বাংলাদেশিদের জন্য এটি এক বিশাল উত্সব। বিজয়ের আনন্দের কী আর তুলনা চলে! তবে বাংলাদেশিদের পাশাপাশি অনেক বিদেশির কাছেও এটি একটি উত্সব। এ দেশের নানা উত্সবে দেখা যায় বিদেশিরা বাঙালি হয়ে ওঠেন। এখানকার সাজ-পোশাক, খাবার—সবকিছুতেই অপার আনন্দ পান তাঁরা। পয়লা বৈশাখ, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারিসহ নানা আয়োজন ও উত্সবে বাংলাদেশে থাকা বিদেশিদেরও শাড়ি-পাঞ্জাবিতে দেখা যায়। এখানে এসে তাঁরা আমাদের সংস্কৃতিকে আপন করে নেন, মেতে ওঠেন উত্সবের আনন্দে।বিশেষ দিনে এ দেশে থাকা বিদেশিরাও মেতে ওঠেন আনন্দে
পয়লা বৈশাখের সকালে যেমন তাঁরা কব্জি ডুবিয়ে পান্তা খান, তেমনি বারো হাতের শাড়ি পরে কুঁচি সেট করে নেন বাঙালি কায়দায়। বেশ কিছুদিন ধরে বাংলাদেশে আছেন অস্ট্রেলিয়ার জেসিকা। তিনি বললেন, ‘বাংলাদেশের উৎসবগুলো খুব রঙিন হয়। নানা ধরনের সাজ ও পোশাক দেখা যায়। বাংলা নববর্ষে আমিও এ বছর গালে বাংলাদেশ লিখেছিলাম। খুবই মজার ছিল বিষয়টা। পুরো দেশের মানুষ মনে হলো রাস্তায় নেমে এসেছে। এ দেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমি কয়েকটা লেখা পড়েছি। দেশের জন্য মানুষের এই আবেগ আমাকেও ছুঁয়ে গেছে।’
জাপানি ম্যা ওয়াতানবে যুক্ত আছেন বেসরকারি ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন এক মাত্রায়। সেখানে তিনি বাংলাদেশের শিশু ও নারীদের নিয়ে কাজ করছেন। তাঁর বিজয় দিবস কাটে এক মাত্রার শিশুদের সঙ্গে। শিশুদের বিজয়ের আয়োজন, লাল-সবুজ পোশাক আর তাদের বিজয়ের আনন্দে তিনি খুঁজে পান আগামীর বাংলাদেশকে।
.এ দেশের মানুষের যেকোনো বিষয়ে উত্সাহ, সরলতা, দয়ালু মন ভালো লেগেছে তাঁর। তাঁর বন্ধু সুনসেকও বাংলাদেশ পছন্দ করেন। সুনসেকের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘এ দেশে এসে দেখেছি বিজয় দিবসে লাল-সবুজ পোশাক পরে, হাতে পতাকা নিয়ে বাংলাদেশিরা বিজয় দিবস পালন করে। সেটি দেখে আমি মুগ্ধ হয়েছি।’
দুই বন্ধুর সেই আড্ডায় ম্যা তখন বললেন, ‘এ দেশের পোশাক, পোশাকে রঙের ব্যবহার জাপানের থেকে আলাদা। জাপানে সাদাসিধা, হালকা রঙের পোশাক বেশি পরে। তবে এ দেশে রঙিন পোশাকে মনুষদের দেখতে বেশ ভালো লাগে। আর যেকোনো উত্সবে সবাই মিলে যখন রং-বেরঙের পোশাকে বাইরে আসে, তখন সত্যিই অন্য রকম লাগে।’ বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ—অনেক বিষয়েই জানাশোনা আছে তাঁদের। মায়ের ভাষায়   কথা বলার জন্য যারা জীবন দিতে পারে, সেই ভাষা না শিখলে চলে! ম্যা ওয়াতানবে ও সুনসেক দুজনেই তাই বাংলা শিখেছেন। সাক্ষাৎকারের সময়ও তাই কথা হলো বাংলাতেই। এখানের বেশ কয়েকটি অনুষ্ঠানে তাঁরা সে দেশের জনপ্রিয় গান বাংলায় অনুবাদ করে গেয়েছেনও। সম্প্রতি হলি আর্টিজান ট্র্যাজেডির কথা স্মরণ করে তাঁরা বললেন, ‘হাসিখুশি বাংলাদেশ দেখতে চাই সব সময়। আমরা চাই বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বও অটুট থাক।’
জাপানি নাগরিক সুনসেক বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছেন, অনুপ্রাণিত হয়েছেন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

ওদেরও যেন বিশেষ দিন

আপডেট সময় : ০৩:৪৭:০২ অপরাহ্ণ, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ঘুরতে। সেটা ২০০৭ সালের কথা। জাপানি নাগরিক ম্যা ওয়াতানবে তখনই বাংলাদেশের প্রেমে পড়েন। ভালোবেসে ফেলেন এ দেশের জল, মাটি ও মানুষকে। আর তখনই ঠিক করেছিলেন এ দেশেই থাকবেন। আছেনও আড়াই বছর ধরে। পেশায় অ্যানিমেটর। যতই দিন যাচ্ছে, তাঁর কাছে বাংলাদেশ নতুন নতুন বিস্ময়ের জন্ম দিচ্ছে। ম্যা ওয়াতানবে বলেন, ‘এই দেশ, এ দেশের মানুষ, সংস্কৃতি নিয়ে তেমন কিছুই জানতাম না। এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের সরলতা ও অতিথিপরায়ণতা দেখে মুগ্ধ হয়েছি। বিভিন্ন বিশেষ দিনে মানুষের সাজ-পোশাকও চোখে পড়ার মতো।’
১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বাংলাদেশিদের জন্য এটি এক বিশাল উত্সব। বিজয়ের আনন্দের কী আর তুলনা চলে! তবে বাংলাদেশিদের পাশাপাশি অনেক বিদেশির কাছেও এটি একটি উত্সব। এ দেশের নানা উত্সবে দেখা যায় বিদেশিরা বাঙালি হয়ে ওঠেন। এখানকার সাজ-পোশাক, খাবার—সবকিছুতেই অপার আনন্দ পান তাঁরা। পয়লা বৈশাখ, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারিসহ নানা আয়োজন ও উত্সবে বাংলাদেশে থাকা বিদেশিদেরও শাড়ি-পাঞ্জাবিতে দেখা যায়। এখানে এসে তাঁরা আমাদের সংস্কৃতিকে আপন করে নেন, মেতে ওঠেন উত্সবের আনন্দে।বিশেষ দিনে এ দেশে থাকা বিদেশিরাও মেতে ওঠেন আনন্দে
পয়লা বৈশাখের সকালে যেমন তাঁরা কব্জি ডুবিয়ে পান্তা খান, তেমনি বারো হাতের শাড়ি পরে কুঁচি সেট করে নেন বাঙালি কায়দায়। বেশ কিছুদিন ধরে বাংলাদেশে আছেন অস্ট্রেলিয়ার জেসিকা। তিনি বললেন, ‘বাংলাদেশের উৎসবগুলো খুব রঙিন হয়। নানা ধরনের সাজ ও পোশাক দেখা যায়। বাংলা নববর্ষে আমিও এ বছর গালে বাংলাদেশ লিখেছিলাম। খুবই মজার ছিল বিষয়টা। পুরো দেশের মানুষ মনে হলো রাস্তায় নেমে এসেছে। এ দেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমি কয়েকটা লেখা পড়েছি। দেশের জন্য মানুষের এই আবেগ আমাকেও ছুঁয়ে গেছে।’
জাপানি ম্যা ওয়াতানবে যুক্ত আছেন বেসরকারি ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন এক মাত্রায়। সেখানে তিনি বাংলাদেশের শিশু ও নারীদের নিয়ে কাজ করছেন। তাঁর বিজয় দিবস কাটে এক মাত্রার শিশুদের সঙ্গে। শিশুদের বিজয়ের আয়োজন, লাল-সবুজ পোশাক আর তাদের বিজয়ের আনন্দে তিনি খুঁজে পান আগামীর বাংলাদেশকে।
.এ দেশের মানুষের যেকোনো বিষয়ে উত্সাহ, সরলতা, দয়ালু মন ভালো লেগেছে তাঁর। তাঁর বন্ধু সুনসেকও বাংলাদেশ পছন্দ করেন। সুনসেকের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘এ দেশে এসে দেখেছি বিজয় দিবসে লাল-সবুজ পোশাক পরে, হাতে পতাকা নিয়ে বাংলাদেশিরা বিজয় দিবস পালন করে। সেটি দেখে আমি মুগ্ধ হয়েছি।’
দুই বন্ধুর সেই আড্ডায় ম্যা তখন বললেন, ‘এ দেশের পোশাক, পোশাকে রঙের ব্যবহার জাপানের থেকে আলাদা। জাপানে সাদাসিধা, হালকা রঙের পোশাক বেশি পরে। তবে এ দেশে রঙিন পোশাকে মনুষদের দেখতে বেশ ভালো লাগে। আর যেকোনো উত্সবে সবাই মিলে যখন রং-বেরঙের পোশাকে বাইরে আসে, তখন সত্যিই অন্য রকম লাগে।’ বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ—অনেক বিষয়েই জানাশোনা আছে তাঁদের। মায়ের ভাষায়   কথা বলার জন্য যারা জীবন দিতে পারে, সেই ভাষা না শিখলে চলে! ম্যা ওয়াতানবে ও সুনসেক দুজনেই তাই বাংলা শিখেছেন। সাক্ষাৎকারের সময়ও তাই কথা হলো বাংলাতেই। এখানের বেশ কয়েকটি অনুষ্ঠানে তাঁরা সে দেশের জনপ্রিয় গান বাংলায় অনুবাদ করে গেয়েছেনও। সম্প্রতি হলি আর্টিজান ট্র্যাজেডির কথা স্মরণ করে তাঁরা বললেন, ‘হাসিখুশি বাংলাদেশ দেখতে চাই সব সময়। আমরা চাই বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বও অটুট থাক।’
জাপানি নাগরিক সুনসেক বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছেন, অনুপ্রাণিত হয়েছেন