শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

ইসির সার্চ কমিটি গঠনে জেএসডির ৩ দফা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০১:২২ অপরাহ্ণ, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭
  • ৭৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশনের সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ৩ দফা সুপারিশ পেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি।   রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে গতকাল শনিবার ১৫তম দল হিসেবে জেএসডি বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশগ্রহণ করে। দশ সদস্যের প্রতিনিধিলের নেতৃত্ব দেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

বিকাল পৌনে ৪টা থেকে প্রায় সোয়া এক ঘন্টা ধরে বৈঠকে সংবিধান সংশোধন করে দ্বি-কক্ষ পার্লামেন্ট গঠন এবং উচ্চ কক্ষের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জেএসডি। একইসঙ্গে সেই সরকারের পরামর্শ মোতাবেক নির্বাচন কমিশন গঠনসহ দলের রাজনৈতিক প্রস্তাবনা নিয়ে তারা রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন। পরে বিকাল পাঁচটায় বঙ্গভবনের প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে আসম আবদুর রব বলেন, প্রতি পাঁচ বছর পর পর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার দরকার নাই। এজন্য স্থায়ী সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। সংবিধানের ১১৮ অনুচ্ছেদে আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। সেই আইনটা প্রণয়ন করতে হবে। সেই জন্য এ পার্লামেন্ট সেশনেই এ বিষয়ে আইন করার কথা বলেছি।

তিনি আরো বলেন, মাত্র পাঁচ মিনিটে বাকশাল গঠনের আইন হয়েছে। এই আইন করতে বেশি সময় লাগার কথা নয়। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের মাধ্যমে রাষ্ট্রপতি যেভাবে হ্যান্ডেল করছেন, সেই হ্যান্ডেলটা যেন বাতিল হয়ে না যায়, সেজন্য আইনটা জরুরি। আলোচনার পরও রাষ্ট্রপতির নিয়োগ দেওয়া নির্বাচন কমিশন নিয়ে কেউ আদালতে গেলে তা বাতিল বা স্থগিত হয়ে যেতে পারে। কিন্তু সেটা হতে দিতে পারি না। রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক, তাকে আমরা বিতর্কিত করতে পারি না। এ সময় তিনি দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়টি সাংবাদিকদের সামনে ব্যাখ্যা করেন।

এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, হিন্দু সম্প্রদায় ও সাওতালদের বাড়ি ঘরে আগুন দেওয়া, দেশে বেকারত্ব বৃদ্ধিসহ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার কথা তুলে ধরেন তিনি।

এর আগে  রাষ্ট্রপতি আবদুল হামিদ জেএসডি প্রতিনিধিদলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ও মতবিনিময়ের ফলে নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন ইতিবাচক প্রস্তাব পাওয়া যাচ্ছে যা শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে। আলোচনাকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

ইসির সার্চ কমিটি গঠনে জেএসডির ৩ দফা !

আপডেট সময় : ১২:০১:২২ অপরাহ্ণ, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশনের সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ৩ দফা সুপারিশ পেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি।   রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে গতকাল শনিবার ১৫তম দল হিসেবে জেএসডি বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশগ্রহণ করে। দশ সদস্যের প্রতিনিধিলের নেতৃত্ব দেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

বিকাল পৌনে ৪টা থেকে প্রায় সোয়া এক ঘন্টা ধরে বৈঠকে সংবিধান সংশোধন করে দ্বি-কক্ষ পার্লামেন্ট গঠন এবং উচ্চ কক্ষের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জেএসডি। একইসঙ্গে সেই সরকারের পরামর্শ মোতাবেক নির্বাচন কমিশন গঠনসহ দলের রাজনৈতিক প্রস্তাবনা নিয়ে তারা রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন। পরে বিকাল পাঁচটায় বঙ্গভবনের প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে আসম আবদুর রব বলেন, প্রতি পাঁচ বছর পর পর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার দরকার নাই। এজন্য স্থায়ী সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। সংবিধানের ১১৮ অনুচ্ছেদে আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। সেই আইনটা প্রণয়ন করতে হবে। সেই জন্য এ পার্লামেন্ট সেশনেই এ বিষয়ে আইন করার কথা বলেছি।

তিনি আরো বলেন, মাত্র পাঁচ মিনিটে বাকশাল গঠনের আইন হয়েছে। এই আইন করতে বেশি সময় লাগার কথা নয়। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের মাধ্যমে রাষ্ট্রপতি যেভাবে হ্যান্ডেল করছেন, সেই হ্যান্ডেলটা যেন বাতিল হয়ে না যায়, সেজন্য আইনটা জরুরি। আলোচনার পরও রাষ্ট্রপতির নিয়োগ দেওয়া নির্বাচন কমিশন নিয়ে কেউ আদালতে গেলে তা বাতিল বা স্থগিত হয়ে যেতে পারে। কিন্তু সেটা হতে দিতে পারি না। রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক, তাকে আমরা বিতর্কিত করতে পারি না। এ সময় তিনি দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়টি সাংবাদিকদের সামনে ব্যাখ্যা করেন।

এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, হিন্দু সম্প্রদায় ও সাওতালদের বাড়ি ঘরে আগুন দেওয়া, দেশে বেকারত্ব বৃদ্ধিসহ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার কথা তুলে ধরেন তিনি।

এর আগে  রাষ্ট্রপতি আবদুল হামিদ জেএসডি প্রতিনিধিদলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ও মতবিনিময়ের ফলে নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন ইতিবাচক প্রস্তাব পাওয়া যাচ্ছে যা শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে। আলোচনাকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।