নিউজ ডেস্ক:
রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গিবিরোধী অভিযানের সময় সুইসাইডাল ভেস্ট ফাটিয়ে যে নারী জঙ্গি নিহত হয় তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার রাত ১০টার দিকে ঢামেকে তার মরদেহ নেওয়া হয়।
অভিযানের সময় আজ দুপুরে জঙ্গি আস্তানায় অভিযানের সময় নিহত ওই নারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিহত হন। সুইসাইডাল ভেস্ট ফাটিয়ে তিনি বিস্ফোরণ ঘটান।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, “মরদেহ অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। সুইসাইডাল ভেস্ট ফাটানো সেই নারী জঙ্গির মরদেহ সেখানকার মর্গে থাকবে। ”
নিহত নারী জঙ্গির মৃত্যু প্রসঙ্গে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল জানান, “বাড়ির ভেতরে থাকা তিনজনকে আত্মসমর্পণ করতে বললে বোরখা পরা সেই নারী ধীরে ধীরে হেঁটে ঘর থেকে বের হন। তখন তাকে হাত উঁচু করতে বললে তিনি তা করে ফের নামিয়ে নেন এবং বোরখা পরা থাকায় বোঝা যাচ্ছিল না, তার কোমরে সুইসাইডাল ভেস্ট রয়েছে কিনা। সঙ্গে সঙ্গে তিনি ঘরের দরজার কাছে এসে বিস্ফোরণ ঘটান। লুটিয়ে পড়েন মাটিতে। পরে পুলিশ কিছুটা সময় অপেক্ষা করে। এরপর নিশ্চিত হওয়া যায়, সেই জঙ্গি নারী মারা গেছেন। ”