আজ সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়ার ‘ফলোআপ বৈঠক’

সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এএফপি এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, এটি গত সপ্তাহে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফলোআপ আলোচনা। যদিও এটি অপেক্ষাকৃত নিম্নস্তরের বৈঠক, তবে আলোচনার অগ্রগতি নির্দেশ করে।

এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বে রিয়াদে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য শীর্ষ সম্মেলনের ভিত্তি স্থাপন করতে পারে।

রাশিয়া ও যুক্তরাষ্ট্র ‘পরামর্শমূলক প্রক্রিয়া’ গড়ে তোলা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর এটি প্রথম উচ্চ পর্যায়ের আলোচনা।

এদিকে, ট্রাম্প রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়ে আরও আত্মবিশ্বাসী হওয়ার কথা বলেছেন এবং ইউক্রেন যুদ্ধ নিরসনে ইউরোপীয় দেশগুলোকে বাদ দিয়ে চুক্তি করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ‘ইউক্রেন ছাড়া ইউক্রেন নিয়ে আলোচনা’ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়ার ‘ফলোআপ বৈঠক’

আপডেট সময় : ০১:২১:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এএফপি এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, এটি গত সপ্তাহে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফলোআপ আলোচনা। যদিও এটি অপেক্ষাকৃত নিম্নস্তরের বৈঠক, তবে আলোচনার অগ্রগতি নির্দেশ করে।

এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বে রিয়াদে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য শীর্ষ সম্মেলনের ভিত্তি স্থাপন করতে পারে।

রাশিয়া ও যুক্তরাষ্ট্র ‘পরামর্শমূলক প্রক্রিয়া’ গড়ে তোলা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর এটি প্রথম উচ্চ পর্যায়ের আলোচনা।

এদিকে, ট্রাম্প রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়ে আরও আত্মবিশ্বাসী হওয়ার কথা বলেছেন এবং ইউক্রেন যুদ্ধ নিরসনে ইউরোপীয় দেশগুলোকে বাদ দিয়ে চুক্তি করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ‘ইউক্রেন ছাড়া ইউক্রেন নিয়ে আলোচনা’ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।