পেলেকে ছাপিয়ে যাবে নেইমার :‌ কাফু

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৪:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পেলেকে ছাপিয়ে যাবে নেইমার। সম্প্রতি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু। এখন পর্যন্ত দেশের জার্সিতে ৫০টি গোল করেছেন নেইমার। তার আগে এখন রয়েছেন তিনজন। পেলে, রোনাল্ডো, রোমারিও। আর কাফুর মতে, বয়সের হিসেবে এই তিন জনকেই ছাপিয়ে যাবার ক্ষমতা ও সঅময় দুটোই রয়েছে নেমারের কাছে।

পেলে দেশের হয়ে ৯১টি ম্যাচ খেলে গোল করেছিলেন ৭৭টি। রোনাল্ডো (‌‌৬২টি)‌‌ এবং রোমারিও (‌৫৫টি)‌ গোল করেছেন। কাফু সেই সব তথ্য মাথায় রেখে বলেছেন, ‘‌যা যা রেকর্ড আছে, তা একদিন ভাঙবেই। বিশ্বাস করি, নেইমার সেই সব রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। ওর বয়স কম। তাই হাতে সময় আছে সব রেকর্ড ভেঙে দেওয়ার। ও যদি নিজের এই ছন্দ ধরে রাখে, তা হলে একদিন পেলেকে ছাপিয়ে যেতেই পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পেলেকে ছাপিয়ে যাবে নেইমার :‌ কাফু

আপডেট সময় : ১২:৫৪:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

পেলেকে ছাপিয়ে যাবে নেইমার। সম্প্রতি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু। এখন পর্যন্ত দেশের জার্সিতে ৫০টি গোল করেছেন নেইমার। তার আগে এখন রয়েছেন তিনজন। পেলে, রোনাল্ডো, রোমারিও। আর কাফুর মতে, বয়সের হিসেবে এই তিন জনকেই ছাপিয়ে যাবার ক্ষমতা ও সঅময় দুটোই রয়েছে নেমারের কাছে।

পেলে দেশের হয়ে ৯১টি ম্যাচ খেলে গোল করেছিলেন ৭৭টি। রোনাল্ডো (‌‌৬২টি)‌‌ এবং রোমারিও (‌৫৫টি)‌ গোল করেছেন। কাফু সেই সব তথ্য মাথায় রেখে বলেছেন, ‘‌যা যা রেকর্ড আছে, তা একদিন ভাঙবেই। বিশ্বাস করি, নেইমার সেই সব রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। ওর বয়স কম। তাই হাতে সময় আছে সব রেকর্ড ভেঙে দেওয়ার। ও যদি নিজের এই ছন্দ ধরে রাখে, তা হলে একদিন পেলেকে ছাপিয়ে যেতেই পারে।