গাজায় ইসরায়েলি হামলায় নিহত দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৭:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭১৯ বার পড়া হয়েছে
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০৯ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কয়েক হাজার ফিলিস্তিনি।

নিহতের তালিকায় প্রায় ১৮ হাজারই শিশু। আহত হয়েছে কমপক্ষে এক লাখ ১২ হাজার ফিলিস্তিনি।

গাজা প্রশাসনের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় নিহত ৭৬ শতাংশ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ১৪ হাজারের বেশি মরদেহ। যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব নিখোঁজ ব্যক্তির সংখ্যা হালনাগাদ করে মৃতদের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। গাজা উপত্যকায়, ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনে হাজারের বেশি স্বাস্থ্যকর্মী ও দুই শতাধিক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।

সূত্র: আল জাজিরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজার

আপডেট সময় : ০৫:১৭:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০৯ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কয়েক হাজার ফিলিস্তিনি।

নিহতের তালিকায় প্রায় ১৮ হাজারই শিশু। আহত হয়েছে কমপক্ষে এক লাখ ১২ হাজার ফিলিস্তিনি।

গাজা প্রশাসনের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় নিহত ৭৬ শতাংশ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ১৪ হাজারের বেশি মরদেহ। যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব নিখোঁজ ব্যক্তির সংখ্যা হালনাগাদ করে মৃতদের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। গাজা উপত্যকায়, ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনে হাজারের বেশি স্বাস্থ্যকর্মী ও দুই শতাধিক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।

সূত্র: আল জাজিরা।