শিরোনাম :

ট্রাম্পকে বার বার হত্যার হুমকি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৭:০৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ৭১৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় অ্যারিজোনার ম্যানুয়েল তামায়ো-টোরেস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি ট্রাম্প ও তার পরিবারকে বেশ কয়েকবার হুমকি দিয়েছেন।

যদিও আদালতের নথিতে ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। নথিতে তাকে ‘ব্যক্তি-১’ হিসাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, তিনি পাবলিক ফিগার, সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট।

আদালতের নথি অনুসারে, তামায়ো-টোরেস নামের ওই ব্যক্তি সম্প্রতি ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে বলেন, ‘ব্যক্তি-১’ আপনি মারা যাচ্ছেন, ‘ব্যক্তি-১’ আপনার ছেলে মারা যাবে। আপনার পুরো পরিবার মারা যাবে। আপনার ভবিষ্যতে এটিই একমাত্র বাস্তবতা।

চলতি মাসের শুরুর দিকে পোস্ট করা আরেকটি ভিডিওতে তামায়ো-টোরেস ট্রাম্পকে গুলি করার হুমকি দেন। সেসময় তিনি একটি সাদা এআর ১৫ ধাঁচের রাইফেল দেখান, যার মধ্যে ৩০ রাউন্ড ম্যাগজিন ঢোকানো ছিল।

এছাড়া, এর আগেও গত ২৩ আগস্ট অ্যারিজোনার গ্লেনডেলের ডেজার্ট ডায়মন্ড অ্যারেনা থেকে একই রকম হুমকিমূলক ভিডিও পোস্ট করেন তামায়ো-তোরেস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন আমির

ট্রাম্পকে বার বার হত্যার হুমকি

আপডেট সময় : ০৯:৫৭:০৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় অ্যারিজোনার ম্যানুয়েল তামায়ো-টোরেস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি ট্রাম্প ও তার পরিবারকে বেশ কয়েকবার হুমকি দিয়েছেন।

যদিও আদালতের নথিতে ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। নথিতে তাকে ‘ব্যক্তি-১’ হিসাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, তিনি পাবলিক ফিগার, সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট।

আদালতের নথি অনুসারে, তামায়ো-টোরেস নামের ওই ব্যক্তি সম্প্রতি ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে বলেন, ‘ব্যক্তি-১’ আপনি মারা যাচ্ছেন, ‘ব্যক্তি-১’ আপনার ছেলে মারা যাবে। আপনার পুরো পরিবার মারা যাবে। আপনার ভবিষ্যতে এটিই একমাত্র বাস্তবতা।

চলতি মাসের শুরুর দিকে পোস্ট করা আরেকটি ভিডিওতে তামায়ো-টোরেস ট্রাম্পকে গুলি করার হুমকি দেন। সেসময় তিনি একটি সাদা এআর ১৫ ধাঁচের রাইফেল দেখান, যার মধ্যে ৩০ রাউন্ড ম্যাগজিন ঢোকানো ছিল।

এছাড়া, এর আগেও গত ২৩ আগস্ট অ্যারিজোনার গ্লেনডেলের ডেজার্ট ডায়মন্ড অ্যারেনা থেকে একই রকম হুমকিমূলক ভিডিও পোস্ট করেন তামায়ো-তোরেস।