শিরোনাম :
Logo মুমিনুল চান তিনশ’র লিড, দুইশ’তে আটকাতে চায় জিম্বাবুয়ে Logo স্বর্ণের দামে সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস Logo দুবাইয়ে বিগ টিকিট লটারি জিতে লাখপতি দুই বাংলাদেশি Logo বাবা হলেন যুক্তরাষ্ট্রে আটক খলিল, দেখতে পারলেন না সদ্যোজাত সন্তানের মুখ Logo এটিএম আজহার মুক্তি না পাওয়ায় আমরা ব্যথিত, তবে হতাশ নই Logo আপিল বিভাগের জ্যেষ্ঠ ৩ বিচারপতি থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে বিএনপি Logo ধর্ম নিরপেক্ষতা বিলুপ্তে ঐকমত্য কমিশনের সঙ্গে একমত বিএনপি Logo হঠাৎ বৃষ্টিতে চাঁদপুর শহরের মুসলিম কবরস্থান রোড এলাকা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী Logo ইনসাফের আকাঙ্ক্ষা থেকেই চব্বিশের লড়াই:ব্যারিস্টার ফুয়াদ Logo ইবিতে বিভাগের নাম পরিবর্তসহ দুই দফা দাবিতে প্রশাসন ভবন অবরোধ

মহেশপুর সীমান্তে ৬ কোটি টাকা স্বর্ণের বারসহ দুইজন কে আটক করেছে বিজিবি।

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫৭:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ৭৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

অবৈধভাবে স্বর্ণ ভারতে পাচারের সময় দুই পাচারকারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কোমরে লুকিয়ে রাখা ৪৬টি স্বর্ণের বার উদ্ধার করা করেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ৫৮ বিজিবির পরিচালক লে: কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত রজব আলী মণ্ডলের ছেলে মো. আব্দুল কাদের মণ্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪০)।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) রাতে ৫৮ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহের সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের অধিনস্ত সামন্তা বিওপি’র একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করেন। বিজিবির সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের একটি ধান ক্ষেতের মধ্যে ওঁৎ পেতে থাকেন। এ সময় দুজন ব্যক্তি পায়ে হেটে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাদের দুজনকে আটক করতে সক্ষম হন এবং তাদের শরীর তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকানো ৪৬টি স্বর্ণেরবার (৫ কেজি ৪৭৮.৫৩ গ্রাম) উদ্ধার করতে সক্ষম হয়।

৫৮ বিজিবির পরিচালক লে: কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে দুই পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দ ৪৬টি স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার ২১০ টাকা।

তিনি আরও বলেন, স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে এবং অভিযুক্ত দুই পাচারকারীকে মহেশপুর থানায় হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মুমিনুল চান তিনশ’র লিড, দুইশ’তে আটকাতে চায় জিম্বাবুয়ে

মহেশপুর সীমান্তে ৬ কোটি টাকা স্বর্ণের বারসহ দুইজন কে আটক করেছে বিজিবি।

আপডেট সময় : ০২:৫৭:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

অবৈধভাবে স্বর্ণ ভারতে পাচারের সময় দুই পাচারকারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কোমরে লুকিয়ে রাখা ৪৬টি স্বর্ণের বার উদ্ধার করা করেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ৫৮ বিজিবির পরিচালক লে: কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত রজব আলী মণ্ডলের ছেলে মো. আব্দুল কাদের মণ্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪০)।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) রাতে ৫৮ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহের সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের অধিনস্ত সামন্তা বিওপি’র একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করেন। বিজিবির সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের একটি ধান ক্ষেতের মধ্যে ওঁৎ পেতে থাকেন। এ সময় দুজন ব্যক্তি পায়ে হেটে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাদের দুজনকে আটক করতে সক্ষম হন এবং তাদের শরীর তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকানো ৪৬টি স্বর্ণেরবার (৫ কেজি ৪৭৮.৫৩ গ্রাম) উদ্ধার করতে সক্ষম হয়।

৫৮ বিজিবির পরিচালক লে: কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে দুই পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দ ৪৬টি স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার ২১০ টাকা।

তিনি আরও বলেন, স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে এবং অভিযুক্ত দুই পাচারকারীকে মহেশপুর থানায় হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়াধীন।