শিরোনাম :
Logo তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় কৃষকদের চলচ্চিত্র প্রদর্শনী Logo ভারতের সঙ্গে আকাশ ও স্থল সীমান্ত বন্ধের ঘোষণা পাকিস্তানের Logo পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত Logo অসুস্থ শ্রমিককে হুইল চেয়ার উপহার দিলো ইয়ুথ ফোরাম ও চর্যাপদ একাডেমি Logo পাকিস্তান জঙ্গিরাষ্ট্র, পাক সেনাপ্রধান লাদেনের মতোই সন্ত্রাসবাদী, বিস্ফোরক প্রাক্তন মার্কিন সেনাকর্তা Logo ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন বিষয়ক ক্যাম্পেইন’ – ল অ্যাওয়ারনেস এন্ড এনালাইটেন্ড সোসাইটি Logo শিক্ষার্থীদের ভাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ Logo জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী অ্যালামনাসদের রুয়া’র নির্বাচন বর্জন Logo মুখোমুখি অবস্থানে ভারত-পাকিস্তান, ভারতীয় নৌবাহিনীর মিসাইল ধ্বংসের পরীক্ষা Logo কাশ্মীরে হামলার পর তুমুল উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা পাকিস্তানের

মনিপুরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৫:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ৭২১ বার পড়া হয়েছে

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের জিরিবাম জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সেখানকার প্রশাসন। সোমবার ওই জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একটি শিবিরে হামলা চালায় সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। পুলিশের পাল্টা গুলিতে অন্তত ১০ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হন বলে মনিপুর পুলিশ জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, মনিপুর পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে দাবি করেছে যে, সোমবার দুপুরে ‘সশস্ত্র উগ্রপন্থি’রা জিরিবাম জেলার জাকুরাডোর এলাকার একটি সিআরপিএফ চৌকিতে হামলা করেছে। প্রায় ৪০ মিনিট ধরে পাল্টা হামলা চালায় কেন্দ্রীয় বাহিনী।

এই ঘটনায় ১০ জন ‘সশস্ত্র উগ্রপন্থী’র মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এক্স হ্যান্ডেলে তারা এও লিখেছে যে, নিহতদের কাছ থেকে তিনটি ‘একে’, ৪টি এসএলআর, দুটি ইনসাস বন্দুক পাওয়া গেছে। উদ্ধার হয়েছে একটি রকেট প্রপেল্ড গান, একটি পাম্প অ্যাকশন গান, বুলেট প্রতিরোধী হেলমেট ও গুলি ভর্তি ম্যাগাজিন।

গোলাগুলিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের এক সদস্যও আহত হয়েছেন।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, কুকি-জো উপজাতি সংগঠনগুলি অবশ্য দাবি করছে যে, নিহতরা কেউ সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন না, তারা গ্রামরক্ষা বাহিনীর স্বেচ্ছাসেবকের কাজ করছিলেন।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকি জনজাতীয় সংগঠনগুলি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলিতে হরতাল ডেকেছে।

জিরিবাম এলাকাটি আসামের বাঙালী অধ্যুষিত বরাক উপত্যকা সংলগ্ন।

স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, ওই এলাকায় গত কয়েকদিন ধরেই অশান্তি চলছে। প্রথমে সন্দেহভাজন মেইতেই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এক ‘মার’ উপজাতীয় নারী স্কুল শিক্ষিকাকে হত্যা করে, তার ঘরে আগুন ধরিয়ে দেয়। পরের দিন মেইতেই অধ্যুষিত উপত্যকা অঞ্চলে চাষের জমিতে কাজ করার সময়ে সন্দেহভাজন ‘কুকি উপজাতীয় সশস্ত্র গোষ্ঠী’র সদস্যদের ছোড়া গুলিতে আহত হন এক কৃষক।

প্রায় দেড় বছর ধরে মনিপুরের মেইতেই ও কুকি-জো উপজাতির মানুষদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় কৃষকদের চলচ্চিত্র প্রদর্শনী

মনিপুরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি

আপডেট সময় : ০৫:০৫:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের জিরিবাম জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সেখানকার প্রশাসন। সোমবার ওই জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একটি শিবিরে হামলা চালায় সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। পুলিশের পাল্টা গুলিতে অন্তত ১০ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হন বলে মনিপুর পুলিশ জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, মনিপুর পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে দাবি করেছে যে, সোমবার দুপুরে ‘সশস্ত্র উগ্রপন্থি’রা জিরিবাম জেলার জাকুরাডোর এলাকার একটি সিআরপিএফ চৌকিতে হামলা করেছে। প্রায় ৪০ মিনিট ধরে পাল্টা হামলা চালায় কেন্দ্রীয় বাহিনী।

এই ঘটনায় ১০ জন ‘সশস্ত্র উগ্রপন্থী’র মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এক্স হ্যান্ডেলে তারা এও লিখেছে যে, নিহতদের কাছ থেকে তিনটি ‘একে’, ৪টি এসএলআর, দুটি ইনসাস বন্দুক পাওয়া গেছে। উদ্ধার হয়েছে একটি রকেট প্রপেল্ড গান, একটি পাম্প অ্যাকশন গান, বুলেট প্রতিরোধী হেলমেট ও গুলি ভর্তি ম্যাগাজিন।

গোলাগুলিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের এক সদস্যও আহত হয়েছেন।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, কুকি-জো উপজাতি সংগঠনগুলি অবশ্য দাবি করছে যে, নিহতরা কেউ সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন না, তারা গ্রামরক্ষা বাহিনীর স্বেচ্ছাসেবকের কাজ করছিলেন।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকি জনজাতীয় সংগঠনগুলি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলিতে হরতাল ডেকেছে।

জিরিবাম এলাকাটি আসামের বাঙালী অধ্যুষিত বরাক উপত্যকা সংলগ্ন।

স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, ওই এলাকায় গত কয়েকদিন ধরেই অশান্তি চলছে। প্রথমে সন্দেহভাজন মেইতেই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এক ‘মার’ উপজাতীয় নারী স্কুল শিক্ষিকাকে হত্যা করে, তার ঘরে আগুন ধরিয়ে দেয়। পরের দিন মেইতেই অধ্যুষিত উপত্যকা অঞ্চলে চাষের জমিতে কাজ করার সময়ে সন্দেহভাজন ‘কুকি উপজাতীয় সশস্ত্র গোষ্ঠী’র সদস্যদের ছোড়া গুলিতে আহত হন এক কৃষক।

প্রায় দেড় বছর ধরে মনিপুরের মেইতেই ও কুকি-জো উপজাতির মানুষদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।