ভারতের মণিপুরের জিরিবাম জেলায় সোমবার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ক্যাম্পে সন্দেহভাজন কুকি জঙ্গিরা হামলা চালায়। সিআরপিএফ পাল্টা গুলি চালালে গোলাগুলিতে ১১ জন জঙ্গি নিহত হয় বলে জানা গেছে। ঘটনায় এক সিআরপিএফ সদস্যও আহত হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
বরোবেকেরা থানার জাকুরাধোর এলাকায় এই গোলাগুলি হয়। এতে যুদ্ধের পোশাক পরা জঙ্গিরা নিহত হয় বলে জানা গেছে। জঙ্গিরা ওই এলাকার মেইতেই গ্রামে পরিত্যক্ত দোকানে আগুন লাগিয়ে কয়েক রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ রয়েছে।
এদিকে তিন সপ্তাহ ধরে মণিপুরের বিভিন্ন অংশ থেকে বন্দুকযুদ্ধ ও হামলার ঘটনা ঘটছিল। এবার জিরিবামে গোলাগুলি হলো। ইম্ফল পূর্ব ও বিষ্ণুপুর জেলায় সোমবার সহিংসতায় এক কৃষকসহ দুজন আহত হয়েছেন।
জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (জেএনআইএমএস) চিকিৎসাধীন ইম্ফল ইস্টের নিউ কান্নানের কৃষক কানশোক হোরাম (৩৫) জানান, ইয়াইনগাংপোকপি সান্তি খোংবালের ধানক্ষেতে গিয়ে তিনি আহত হন। তিনি বলেন, ‘সকাল ৯টার দিকে আমি একটি গুলির শব্দ শুনতে পাই। যখন আমি নিজের দিকে তাকাই, তখন আমি একাধিক আঘাতের চিহ্ন দেখতে পাই। হামলাকারীরা সরাসরি আমাদের লক্ষ্য করে গুলি চালায়। আমরা পালানোর চেষ্টা করেছি। কিন্তু পারিনি। কিছুক্ষণ পর বিএসএফ ও পুলিশ মোতায়েন করা হয়। তারা আমাদের উদ্ধার করে।’