শিরোনাম :
Logo তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় কৃষকদের চলচ্চিত্র প্রদর্শনী Logo ভারতের সঙ্গে আকাশ ও স্থল সীমান্ত বন্ধের ঘোষণা পাকিস্তানের Logo পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত Logo অসুস্থ শ্রমিককে হুইল চেয়ার উপহার দিলো ইয়ুথ ফোরাম ও চর্যাপদ একাডেমি Logo পাকিস্তান জঙ্গিরাষ্ট্র, পাক সেনাপ্রধান লাদেনের মতোই সন্ত্রাসবাদী, বিস্ফোরক প্রাক্তন মার্কিন সেনাকর্তা Logo ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন বিষয়ক ক্যাম্পেইন’ – ল অ্যাওয়ারনেস এন্ড এনালাইটেন্ড সোসাইটি Logo শিক্ষার্থীদের ভাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ Logo জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী অ্যালামনাসদের রুয়া’র নির্বাচন বর্জন Logo মুখোমুখি অবস্থানে ভারত-পাকিস্তান, ভারতীয় নৌবাহিনীর মিসাইল ধ্বংসের পরীক্ষা Logo কাশ্মীরে হামলার পর তুমুল উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা পাকিস্তানের

যুক্তরাষ্ট্রের গবেষণাগার থেকে পালালো ৪৩ বানর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩৬:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ৭২০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার লোকান্ট্রি এলাকায় একটি গবেষণাগার থেকে ৪৩টি বানর পালিয়ে গেছে। বিবিসির খবরে বলা হয়, গবেষণাগারের এক কর্মী ভুলবশত খাঁচার দরজা খোলা রেখে যাওয়ায় এই ঘটনা ঘটে। গবেষণাগারটিতে ৫০টি বানর ছিল, যাদের মধ্যে ৪৩টি পালিয়েছে এবং ৭টি এখনো খাঁচায় রয়ে গেছে।

গবেষণাগার কর্তৃপক্ষ জানায়, বানরগুলো জঙ্গলে তেমন খাবার পাবে না এবং তাদের প্রিয় আপেলও সেখানে নেই, যা তাদের দ্রুতই ফিরে আসার সম্ভাবনা বাড়িয়ে দেয়। কর্তৃপক্ষের মতে, তারা আগামী এক-দুই দিনের মধ্যে ফিরে আসতে পারে।

এই বানরগুলোকে তত্ত্বাবধান করত আলফা জেনেসিস নামের একটি কোম্পানি, যারা চিকিৎসা সংক্রান্ত গবেষণার জন্য বিভিন্ন প্রাণী পালন করে। বানরগুলো রিসাস ম্যাকাক প্রজাতির, ওজন আনুমানিক ৭ পাউন্ড (৩.২ কেজি) এবং বেশিরভাগই কম বয়সী স্ত্রী বানর।

বানরের দল পালানোর পর পুলিশ স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে এবং তাদের দরজা-জানালা বন্ধ রাখতে বলেছে। বানর দেখা গেলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। বানরগুলোকে ধরতে পুলিশ এলাকাজুড়ে ফাঁদ পেতেছে এবং থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে।

আলফা জেনেসিসের সিইও গ্রেগ ওয়েস্টারগার্ড এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে বানরগুলো নিজেরাই খাঁচায় ফিরে আসবে।

উল্লেখ্য, গবেষণাগার থেকে বানর পালানোর ঘটনা এটি প্রথম নয়। ২০১৬ সালেও ১৯টি বানর পালিয়ে যায়, যাদের কয়েক ঘণ্টার মধ্যে পুনরায় খাঁচায় ফিরিয়ে আনা হয়েছিল। তারও দুই বছর আগে ২৬টি প্রাইমেট প্রাণী একই ধরনের ঘটনার শিকার হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় কৃষকদের চলচ্চিত্র প্রদর্শনী

যুক্তরাষ্ট্রের গবেষণাগার থেকে পালালো ৪৩ বানর

আপডেট সময় : ০৫:৩৬:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার লোকান্ট্রি এলাকায় একটি গবেষণাগার থেকে ৪৩টি বানর পালিয়ে গেছে। বিবিসির খবরে বলা হয়, গবেষণাগারের এক কর্মী ভুলবশত খাঁচার দরজা খোলা রেখে যাওয়ায় এই ঘটনা ঘটে। গবেষণাগারটিতে ৫০টি বানর ছিল, যাদের মধ্যে ৪৩টি পালিয়েছে এবং ৭টি এখনো খাঁচায় রয়ে গেছে।

গবেষণাগার কর্তৃপক্ষ জানায়, বানরগুলো জঙ্গলে তেমন খাবার পাবে না এবং তাদের প্রিয় আপেলও সেখানে নেই, যা তাদের দ্রুতই ফিরে আসার সম্ভাবনা বাড়িয়ে দেয়। কর্তৃপক্ষের মতে, তারা আগামী এক-দুই দিনের মধ্যে ফিরে আসতে পারে।

এই বানরগুলোকে তত্ত্বাবধান করত আলফা জেনেসিস নামের একটি কোম্পানি, যারা চিকিৎসা সংক্রান্ত গবেষণার জন্য বিভিন্ন প্রাণী পালন করে। বানরগুলো রিসাস ম্যাকাক প্রজাতির, ওজন আনুমানিক ৭ পাউন্ড (৩.২ কেজি) এবং বেশিরভাগই কম বয়সী স্ত্রী বানর।

বানরের দল পালানোর পর পুলিশ স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে এবং তাদের দরজা-জানালা বন্ধ রাখতে বলেছে। বানর দেখা গেলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। বানরগুলোকে ধরতে পুলিশ এলাকাজুড়ে ফাঁদ পেতেছে এবং থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে।

আলফা জেনেসিসের সিইও গ্রেগ ওয়েস্টারগার্ড এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে বানরগুলো নিজেরাই খাঁচায় ফিরে আসবে।

উল্লেখ্য, গবেষণাগার থেকে বানর পালানোর ঘটনা এটি প্রথম নয়। ২০১৬ সালেও ১৯টি বানর পালিয়ে যায়, যাদের কয়েক ঘণ্টার মধ্যে পুনরায় খাঁচায় ফিরিয়ে আনা হয়েছিল। তারও দুই বছর আগে ২৬টি প্রাইমেট প্রাণী একই ধরনের ঘটনার শিকার হয়।