শিরোনাম :

মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, জানালার কাচ ছিদ্র হয়ে ঢুকল ঘরে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০১:৪৮ অপরাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ৭২৮ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে ইউনিয়ন বিএনপির সহসভাপতির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ নভম্বর) দিবাগত রাতে সাড়ে ১২ টা থেকে ১টার মধ্য উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মো. মাহমুদুল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।

মো. মাহমুদুল হাসান শ্রীপুর উপজলার বরমী ইউনিয়ন বিএনপির সহসভাপতি। তার ছেলে মো. কামরুল ইসলাম শিবলী সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল কর্মী।

মো. মাহমুদুল হাসান বলেন, বাড়িতে গুলির ঘটনায় আমরা আতঙ্কিত।

মঙ্গলবার দিবাগত রাতে বাড়িতে আমরা ঘুমিয়ে ছিলাম। রাত সাড়ে ১২টার পর বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে দেখতে পান জানালার কাচ ছিদ্র হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আবার অন্য একটি কক্ষের জানালায় গুলি করা হয়। এরপর আরও একটি গুলি করা হয়।

বুলেট জানালার কাচ ভেদ করে ঘরের ভেতর ঢোকে। একটি বুলেট কাচ ভেদ করে ঘরের সোফার কাপড় বিদ্ধ হয়, এছাড়াও ঘরের দেয়াল গুলি বিদ্ধ হয়। শ্রীপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তবে কারা বা কেন, কী কারণে গুলি করেছে তা তিনি জানাতে পারেনি। তিনি আরও বলেন, আমার সাথে করো রাজনৈতিক দ্বন্দ্ব নেই, আমি থানায় এজাহার দায়ের করেছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির খোসা উদ্ধার হয়েছে। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ৬ বছরের শিশু জিদান

মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, জানালার কাচ ছিদ্র হয়ে ঢুকল ঘরে

আপডেট সময় : ০৮:০১:৪৮ অপরাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

গাজীপুরের শ্রীপুরে ইউনিয়ন বিএনপির সহসভাপতির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ নভম্বর) দিবাগত রাতে সাড়ে ১২ টা থেকে ১টার মধ্য উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মো. মাহমুদুল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।

মো. মাহমুদুল হাসান শ্রীপুর উপজলার বরমী ইউনিয়ন বিএনপির সহসভাপতি। তার ছেলে মো. কামরুল ইসলাম শিবলী সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল কর্মী।

মো. মাহমুদুল হাসান বলেন, বাড়িতে গুলির ঘটনায় আমরা আতঙ্কিত।

মঙ্গলবার দিবাগত রাতে বাড়িতে আমরা ঘুমিয়ে ছিলাম। রাত সাড়ে ১২টার পর বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে দেখতে পান জানালার কাচ ছিদ্র হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আবার অন্য একটি কক্ষের জানালায় গুলি করা হয়। এরপর আরও একটি গুলি করা হয়।

বুলেট জানালার কাচ ভেদ করে ঘরের ভেতর ঢোকে। একটি বুলেট কাচ ভেদ করে ঘরের সোফার কাপড় বিদ্ধ হয়, এছাড়াও ঘরের দেয়াল গুলি বিদ্ধ হয়। শ্রীপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তবে কারা বা কেন, কী কারণে গুলি করেছে তা তিনি জানাতে পারেনি। তিনি আরও বলেন, আমার সাথে করো রাজনৈতিক দ্বন্দ্ব নেই, আমি থানায় এজাহার দায়ের করেছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির খোসা উদ্ধার হয়েছে। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।