শিরোনাম :
Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার Logo আবারও রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের Logo জাপানে মেগা ভূমিকম্পের আশঙ্কা, মারা যেতে পারে ৩ লাখ মানুষ Logo ঈদের দ্বিতীয় দিনেও ট্রেন-বাস স্টেশনে ঘরমুখো মানুষের চাপ Logo দুই অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত

ক্লিনিকে বিদ্যুৎ চুরির তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১৫:৫১ অপরাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ৭২০ বার পড়া হয়েছে

ক্লিনিকে চুরি করে বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত তথ্য জানতে চাওয়ায় কিশোরগঞ্জে দুই সাংবাদিককে শাটার লাগিয়ে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ ও জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নূর হেলথ সেন্টারের পরিচালক ডাক্তার সাদিয়া সুলতানার বিরুদ্ধে।

আজ সোমবার (৪ নভেম্বর) বিকাল ৫টায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধ্যপাড়া নূর হেল্থ সেন্টার নামে একটি প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে।

অবরুদ্ধ সাংবাদিকরা হলেন- হারিছ আহমেদ ও কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রায়হান জামান।

ভুক্তভোগীরা জানান, ক্লিনিকটিতে চুরি করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ায় গত ০১ নভেম্বর, শুক্রবার কিশোরগঞ্জ বিদ্যুৎ ও বিতরণ বিভাগ (বিউবো) কতৃক ক্লিনিকের বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে এক লক্ষ বত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। সামাজিক একটি প্রতিষ্ঠানে সরকারি সম্পদ চুরি হচ্ছে, নাকি বিদ্যুৎ অফিস ভুল তথ্যের ভিত্তিতে লাইনটি বিচ্ছিন্ন করেছে- তা জানতে ওই সাংবাদিকরা নূর হেলথ সেন্টারে যান।

এ সময় সাংবাদিকদের দেখে ওই মহিলা ডাক্তার ক্ষুব্ধ হন এবং তাঁদের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। এক পর্যায়ে তিনি ক্লিনিকের প্রধান ফটকে তালা লাগিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও পুলিশে দেওয়ার হুমকি দেন। সংবাদকর্মীরা অবরুদ্ধ হয়ে পড়লে ডাক্তার ও তাঁর ক্লিনিকের ল্যাব অপারেটর, কর্মচারী, আয়া তাঁদের সঙ্গে মারমুখী আচরণ করেন।

এছাড়াও তিনি কল করে তাঁর গুন্ডাবাহিনীদের লাঠিসোটা নিয়ে দ্রুত ক্লিনিকে আসতে বলেন। খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করেন। এ ঘটনায় জেলায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন।

ট্যাগস :

কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা

ক্লিনিকে বিদ্যুৎ চুরির তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ

আপডেট সময় : ০৯:১৫:৫১ অপরাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

ক্লিনিকে চুরি করে বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত তথ্য জানতে চাওয়ায় কিশোরগঞ্জে দুই সাংবাদিককে শাটার লাগিয়ে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ ও জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নূর হেলথ সেন্টারের পরিচালক ডাক্তার সাদিয়া সুলতানার বিরুদ্ধে।

আজ সোমবার (৪ নভেম্বর) বিকাল ৫টায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধ্যপাড়া নূর হেল্থ সেন্টার নামে একটি প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে।

অবরুদ্ধ সাংবাদিকরা হলেন- হারিছ আহমেদ ও কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রায়হান জামান।

ভুক্তভোগীরা জানান, ক্লিনিকটিতে চুরি করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ায় গত ০১ নভেম্বর, শুক্রবার কিশোরগঞ্জ বিদ্যুৎ ও বিতরণ বিভাগ (বিউবো) কতৃক ক্লিনিকের বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে এক লক্ষ বত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। সামাজিক একটি প্রতিষ্ঠানে সরকারি সম্পদ চুরি হচ্ছে, নাকি বিদ্যুৎ অফিস ভুল তথ্যের ভিত্তিতে লাইনটি বিচ্ছিন্ন করেছে- তা জানতে ওই সাংবাদিকরা নূর হেলথ সেন্টারে যান।

এ সময় সাংবাদিকদের দেখে ওই মহিলা ডাক্তার ক্ষুব্ধ হন এবং তাঁদের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। এক পর্যায়ে তিনি ক্লিনিকের প্রধান ফটকে তালা লাগিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও পুলিশে দেওয়ার হুমকি দেন। সংবাদকর্মীরা অবরুদ্ধ হয়ে পড়লে ডাক্তার ও তাঁর ক্লিনিকের ল্যাব অপারেটর, কর্মচারী, আয়া তাঁদের সঙ্গে মারমুখী আচরণ করেন।

এছাড়াও তিনি কল করে তাঁর গুন্ডাবাহিনীদের লাঠিসোটা নিয়ে দ্রুত ক্লিনিকে আসতে বলেন। খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করেন। এ ঘটনায় জেলায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন।