শিরোনাম :
Logo হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ Logo কচুয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ১০ শিশু-কিশোর Logo চট্টগ্রামের লোহাগাড়ার দুর্ঘটনায় নিহত বেড়ে ১০ Logo দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার

ওয়ান শ্যুটারগান ঠেকিয়ে ২ হাজার টাকা চাঁদা আদায়, আটক ৩

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৫:০০ অপরাহ্ণ, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ৭১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় চাঁদাবাজির ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে। এসময় তাদের নিকট থেকে একটি ওয়ান শ্যুটার গান ও চাঁদা আদায়ের ৩ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও মামলার নথি সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের আব্দুল ওয়াহিদ সরদার শহরের কাটিয়ায় শেখ মোমিনউদ্দিনের ভাড়া বাড়িতে বসবাস করেন। তার নিকট সাতক্ষীরা পৌর সভার উত্তর রাজারবাগান এলাকার বাসিন্দা মৃত আব্দুল হাকিমের ছেলে রেজাউল ইসলাম খোকন, মৃত কাশেম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী ও তাদের সহযোগী খায়রুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম গত কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

শনিবার ৫ অক্টোবর ওয়াহিদ সরদারকে ওয়ান শ্যুটারগান ও চাপাতি ঠেকিয়ে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে তার নিকট থেকে নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওয়াহিদ সরদার নিরুপায় হয়ে সাতক্ষীরা সেনাক্যাম্পে অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই তিন চাঁদাবাজকে আটক করে। এসময় তাদের নিকট থেকে পিস্তল ও চাঁদা আদায়ের দুই হাজার টাকা সহ নগদ ৩ হাজার ৮৯০ টাকা উদ্ধার করে।

এ ঘটনায় বাদী হয়ে আব্দুল ওয়াহিদ সরদার সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ

ওয়ান শ্যুটারগান ঠেকিয়ে ২ হাজার টাকা চাঁদা আদায়, আটক ৩

আপডেট সময় : ০৭:৩৫:০০ অপরাহ্ণ, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

সাতক্ষীরায় চাঁদাবাজির ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে। এসময় তাদের নিকট থেকে একটি ওয়ান শ্যুটার গান ও চাঁদা আদায়ের ৩ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও মামলার নথি সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের আব্দুল ওয়াহিদ সরদার শহরের কাটিয়ায় শেখ মোমিনউদ্দিনের ভাড়া বাড়িতে বসবাস করেন। তার নিকট সাতক্ষীরা পৌর সভার উত্তর রাজারবাগান এলাকার বাসিন্দা মৃত আব্দুল হাকিমের ছেলে রেজাউল ইসলাম খোকন, মৃত কাশেম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী ও তাদের সহযোগী খায়রুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম গত কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

শনিবার ৫ অক্টোবর ওয়াহিদ সরদারকে ওয়ান শ্যুটারগান ও চাপাতি ঠেকিয়ে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে তার নিকট থেকে নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওয়াহিদ সরদার নিরুপায় হয়ে সাতক্ষীরা সেনাক্যাম্পে অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই তিন চাঁদাবাজকে আটক করে। এসময় তাদের নিকট থেকে পিস্তল ও চাঁদা আদায়ের দুই হাজার টাকা সহ নগদ ৩ হাজার ৮৯০ টাকা উদ্ধার করে।

এ ঘটনায় বাদী হয়ে আব্দুল ওয়াহিদ সরদার সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছেন।