শিরোনাম :
Logo বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর Logo ব্যানসন গ্ৰুপের কোনো ঘরবাড়ি থাকবে না; রাবি ছাত্রদলের আহ্বায়ক রাহী Logo নতুন পোপ নির্বাচিত হবে যেভাবে Logo শুল্কযুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন Logo পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Logo পারভেজ হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন Logo পঞ্চগড়ে ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক নিহত, আহত সহকারী Logo সড়ক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চাঁদপুর সওজ বিভাগ Logo জাবিতে বটতলাসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ওয়াশরুম স্থাপনের দাবি লাল সবুজের Logo যবিপ্রবিতে সক্রিয় তেল চুরির সিন্ডিকেট, হাতেনাতে ধরা

খুনের আসামি ব্রুনোকে পেতে মরিয়া ১০টি ক্লাব !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০০:০৫ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বয়স মাত্র ৩২। জেল হাজতে টানা ৭ বছর কাটিয়ে এই ফেব্রুয়ারিতেই মুক্তি পেয়েছেন। এবার তিনি আবার মন দিতে চান ফুটবলে। আর ফুটবলই তো তার নেশা। তার ভালবাসা। বলছিলাম ব্রাজিলিয়ান ফুটবলার ব্রুনোর কথা।

ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো ক্লাবে খেলতেন ব্রুনো। হঠাৎই জীবনটা ওলট-‌পালট হয়ে গেল। সেটা ২০১০ সাল। দীর্ঘদিনের বান্ধবী এলিজা সামুডিওকে খুনই করে বসলেন ব্রুনো। এলিজার দোষ ছিল প্রকাশ্যে তিনি দাবি করে বসেন, তার এবং ব্রুনোর এক পুত্রসন্তান রয়েছে। ব্রুনোর এক ভাই আদালতে এসে যে সাক্ষ্য দেন, তাতে চমকে গিয়েছিলেন সকলে। এলিজাকে মেরে ফেলার পর তার শরীরকে টুকরো টুকরো করে কেটে সেই দেহাবশেষ ব্রুনো তার পোষা রটওয়েলার প্রজাতির কুকুরদের খেতে দিতেন। একমাত্র লক্ষ্য ছিল সাক্ষ্য লোপাট।

২০১৩ সালে ব্রাজিলের এক আদালত ব্রুনোকে ২২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। রিও ডি জেনেইরো সন্নিহিত বাঙ্গুর এক জেলে পাঠানো হয় তাকে। যদিও পরে তার শাস্তি  কমিয়ে আনা হয়। গত মাসে জেল থেকে ছাড়া পাওয়ার পর ব্রুনো ফের ফুটবলকেই আঁকড়ে ধরতে চাইছেন।

ব্রুনোর এজেন্ট লুসিও ভেলোসো কুটিনহো জানিয়েছেন, “অন্তত ১০টি ক্লাব ব্রুনোকে দলে নিতে আগ্রহী। ‌কোন ক্লাব, কোন দেশের সেসব এখন ভাঙছি না। তবে, জেনে রাখুন ব্রুনোকে পেতে আগ্রহী অনেক বড় ক্লাবও। ”

‌একসময় বার্সেলোনার মতো ক্লাবও এই ব্রাজিলীয় গোলরক্ষককে দলে টানতে আগ্রহী হয়ে উঠেছিল। এখন কিন্তু পরিস্থিতিটা বেশ অন্যরকম। ব্রুনোর গায়ে ‌হত্যাকারী‌র তকমা পড়ে গিয়েছে। সুতরাং, বার্সার মতো মেগা কোনও ক্লাব এই ৩২ বর্ষীয় সম্পর্কে নতুন করে সত্যিই উৎসাহী হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে !‌

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর

খুনের আসামি ব্রুনোকে পেতে মরিয়া ১০টি ক্লাব !

আপডেট সময় : ১২:০০:০৫ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

বয়স মাত্র ৩২। জেল হাজতে টানা ৭ বছর কাটিয়ে এই ফেব্রুয়ারিতেই মুক্তি পেয়েছেন। এবার তিনি আবার মন দিতে চান ফুটবলে। আর ফুটবলই তো তার নেশা। তার ভালবাসা। বলছিলাম ব্রাজিলিয়ান ফুটবলার ব্রুনোর কথা।

ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো ক্লাবে খেলতেন ব্রুনো। হঠাৎই জীবনটা ওলট-‌পালট হয়ে গেল। সেটা ২০১০ সাল। দীর্ঘদিনের বান্ধবী এলিজা সামুডিওকে খুনই করে বসলেন ব্রুনো। এলিজার দোষ ছিল প্রকাশ্যে তিনি দাবি করে বসেন, তার এবং ব্রুনোর এক পুত্রসন্তান রয়েছে। ব্রুনোর এক ভাই আদালতে এসে যে সাক্ষ্য দেন, তাতে চমকে গিয়েছিলেন সকলে। এলিজাকে মেরে ফেলার পর তার শরীরকে টুকরো টুকরো করে কেটে সেই দেহাবশেষ ব্রুনো তার পোষা রটওয়েলার প্রজাতির কুকুরদের খেতে দিতেন। একমাত্র লক্ষ্য ছিল সাক্ষ্য লোপাট।

২০১৩ সালে ব্রাজিলের এক আদালত ব্রুনোকে ২২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। রিও ডি জেনেইরো সন্নিহিত বাঙ্গুর এক জেলে পাঠানো হয় তাকে। যদিও পরে তার শাস্তি  কমিয়ে আনা হয়। গত মাসে জেল থেকে ছাড়া পাওয়ার পর ব্রুনো ফের ফুটবলকেই আঁকড়ে ধরতে চাইছেন।

ব্রুনোর এজেন্ট লুসিও ভেলোসো কুটিনহো জানিয়েছেন, “অন্তত ১০টি ক্লাব ব্রুনোকে দলে নিতে আগ্রহী। ‌কোন ক্লাব, কোন দেশের সেসব এখন ভাঙছি না। তবে, জেনে রাখুন ব্রুনোকে পেতে আগ্রহী অনেক বড় ক্লাবও। ”

‌একসময় বার্সেলোনার মতো ক্লাবও এই ব্রাজিলীয় গোলরক্ষককে দলে টানতে আগ্রহী হয়ে উঠেছিল। এখন কিন্তু পরিস্থিতিটা বেশ অন্যরকম। ব্রুনোর গায়ে ‌হত্যাকারী‌র তকমা পড়ে গিয়েছে। সুতরাং, বার্সার মতো মেগা কোনও ক্লাব এই ৩২ বর্ষীয় সম্পর্কে নতুন করে সত্যিই উৎসাহী হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে !‌